NewsOne24

২৩০ রানের লিড নিয়ে লাঞ্চে গেলো জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১২:৪৫ পিএম, ৫ নভেম্বর ২০১৮ সোমবার


সিলেটে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে বড় পুঁজির লক্ষ্যে এগিয়ে যাচ্ছে জিম্বাবুয়ে। সেই লক্ষ্য পূরণে প্রথম সেশনে বেশ সফল সফরকারীরা। বাংলাদেশ তৃতীয় দিনের শুরুতে দুটি উইকেট তুলে নিলেও জিম্বাবুয়ের লিড দাঁড়িয়েছে ২৩০ রান।  প্রথম সেশন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৯১ রানে ২ উইকেট।   

এই সেশনে ৩০ ওভারে দুই উইকেটের বিনিময়ে জিম্বাবুয়ে তুলেছে ৯০ রান। সকালে ১৪০ রানে এগিয়ে থেকে সাবধানি শুরু করেন দুই ওপেনার ব্রায়ান চারি ও অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। 

এই সাবধানি শুরুটা টেকে মাত্র শুরুর ১০ ওভার। উদ্বোধনী জুটিতে এরপর আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। মাঝে বেশ কিছু সুযোগ মিললেও উইকেট আসেনি। ১০ ওভার পর মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে পরাস্ত হন ওপেনার ব্রায়ান চারি। বোল্ড হয়ে ফেরেন ৪ রান করে।

দলীয় ১৯ রানে প্রথম উইকেট পতনের পর প্রাথমিকভাবে সেই ধাক্কা কাটে জিম্বাবুয়ের। ব্রেন্ডন টেলর আসার পর থেকে মেরে খেলতে থাকেন। যার ফলটা পান হাতে নাতে। দলীয় ৪৭ রানে তাইজুলকে উঠিয়ে মারতে গিয়ে ধরা পড়েছেন ইমরুল কায়েসের হাতে। ২৫ বলে ৪ চারে ২৪ রান করে ফেরেন টেলর। 

এরপর শক্ত প্রতিরোধ দেওয়ার চেষ্টায় আছেন অধিনায়ক মাসাকাদজা ও শন উইলিয়ামস। দুজনের ৪৪ রানের জুটিতে লিড ছাঁড়িয়েছে ২০০।

ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা ব্যাট করছেন ৩৯ রানে আর উইলিয়ামস ১৬ রানে।

নিউজওযান২৪/এমএম