আকাশে দুই প্লেনের সংঘর্ষে পাইলট নিহত
আন্তর্জাতিক ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১২:১৭ পিএম, ৫ নভেম্বর ২০১৮ সোমবার

ফাইল ছবি
কানাডায় মাঝ আকাশে দুই প্লেনের মুখোমুখি সংঘর্ষে এক পাইলট নিহত হয়েছেন।
রোববার অটোয়া শহর থেকে ৩০ কিলোমিটার পশ্চিমের ক্রাপ এলাকায় এই দুর্ঘটনা হয়।
তাৎক্ষণিকভাবে এই দুর্ঘটনার কারণ জানা যায়নি। এ নিয়ে তদন্ত শুরু করেছে কানাডার বিমান কর্তৃপক্ষ।
রোববার ওই সংঘর্ষের পর চেসনা এয়াক্রাফট কোম্পানির বিমানটি ক্রাপ এলাকার এক ধানক্ষেতে বিধ্বস্ত হয়। এতে ঘটনাস্থলেই মারা যান এর পাইলট। ওই প্লেনটিতে তিনি একাই ছিলেন।
তবে অন্য প্লেনটির তেমন বড় কোনো ক্ষতি হয়নি। পিপার পিএ-৪২ বিমানটি নিরাপদেই অটোয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে সক্ষম হয়।
দুর্ঘটনা সম্পর্কে পিপার বিমানের পাইলট বলেছেন, তার প্লেনটিকে নিচ থেকে আঘাত করেছিলো চেসান বিমানটি। এতে তার বিমানের ল্যান্ডিং গিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এর পাইলট ও যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। তারা অক্ষত আছেন।
অটোয়ায় গত এক মাসেরও কম সময়ের মধ্যে এটি দ্বিতীয় প্লেন দুর্ঘটনা। এর আগে অক্টোবরের মাঝামাঝিতে সড়কে বিধ্বস্ত হয় একটি প্লেন। এতে গুরুতর আহত হয়েছিলেন এর চালক।
সূত্র: এনডিটিভি
নিউজওযান২৪/এমএম