এবার কল্যাণপুরে বিস্ফোরকসহ আটক ৫ ‘জঙ্গি’
স্টাফ রিপোর্টার
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ০১:১৮ পিএম, ১২ আগস্ট ২০১৬ শুক্রবার | আপডেট: ০১:২৯ পিএম, ২২ আগস্ট ২০১৬ সোমবার
ঢাকা: রাজধানীর কল্যাণপুরের থেকে নিষিদ্ধ জঙ্গি গ্রুপ জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পাঁচ সদস্যকে বিস্ফোরকসহ আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) ইউসুফ আলী জানান, পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট বৃহস্পতিবার গভীর রাতে দারুস সালাম টেকনিক্যাল মোড় এলাকা থেকে তাদের আটক করে। ইউসুফ আলী জানান, আটকরা সবাই নিও জেএমবির (নতুন করে সংগঠিত জেএমবি) সদস্য। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে তাদের নাম-ঠিকানা জানায়নি।
প্রসঙ্গত, ২০০৫ সালের ২১ ফেব্রুয়ারি সরকার জেএমবির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। তবে একই বছরের ১৭ অগাস্ট দেশের ৬৩টি জেলায় একই সময়ে একযোগে বোমা ফাটিয়ে নিজেদের শক্তির জানান দেয় জেমএমবি। পরে আইনশৃঙ্খলা বাহিনীর পর পর বেশ কটি অভিযানে দলটি বিসতার কমে আসে, দুর্বল হয়ে যায় তাদের কর্মকাণ্ড। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য মহল থেকেও এম দাবি করা হচ্ছিল। কিন্তু গত দুই বছরে জঙ্গিরা নতুন করে সংগঠিত হয়ে একের পর এক হামলা ও নৃশংস হত্যার ঘটনা ঘটিয়ে চলেছে।
গত ১ জুলাই কূটনৈতিক জোন ঢাকার গুলশানে এবং ৭ জুলাই কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাতের পাশে নজিরবিহীন জঙ্গি হামলার পেছনে ওই জঙ্গিদের সংশ্লিষ্টতা আছে বলে পুলিশ জানায়।
উল্লেখ্য, গুলশান ও শোলাকিয়ার ঘটনার পর গত ২৬ জুলাই এই কল্যাণপুরে অবস্থিত জাহাজ বাড়ি হিসেবে পরিচিত একটি ভবনে সোয়াট কমান্ডো দলের নেতৃত্বে পুলিশ ও র্যাবের অভিযানে নয় ব্যক্তি নিহত হয়। পুলিশের দাবি, এরা জঙ্গি তৎপরতায় জড়িত ছিল। জেএমবি সংশ্লিষ্ট এই জঙ্গিরা সামাজিক মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকি দিচ্ছিল বলেও জানায় পুলিশ।
এদিকে, অতিরিক্ত উপকমিশনার ইউসুফ জানান, আজ (শুক্রবার) সংবাদ সম্মেলনে আটক পাঁচজনের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
নিউজওয়ান২৪.কম/আরকে