NewsOne24

সিলেটে অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা

সিলেট প্রতিনিধি

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১০:৪৯ এএম, ৫ নভেম্বর ২০১৮ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

সিলেটে রোববার রাতে ময়না মিয়া নামে এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

ময়না মিয়া সুনামগঞ্জের হাসন নগর এলাকার আইনুদ্দিনের ছেলে। ময়না নগরীর মিরবক্সটুলা এলাকায় বসবাস করতেন।

রাত ১১টার দিকে ওসমানী মেডিকেল রোডে ১নং গেইট সংলগ্ন বনফুলের সামনে হঠাৎ ময়না মিয়ার উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় এলোপাথারি কুপিয়ে ময়না মিয়াকে গুরুতর আহত করে পালিয়ে যায় তারা। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর পরই স্থানীয়রা ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক যুবককে ধরে পুলিশের হাতে তুলে দেন।

সিলেট কোতোয়ালী ওসি সেলিম মিয়া জানান, সোমবার সকালে নিহতের ময়না তদন্ত সম্পন্ন হবে। ঘটনায় হাবিব নামে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

নিউজওয়ান২৪/জেডএস