কুমিল্লায় ছেলের লাঠির আঘাতে পিতার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৯:৩৮ পিএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার

ফাইল ছবি
কুমিল্লার চৌদ্দগ্রামে ছেলের লাঠির আঘাতে পিতার মৃত্যুর অভিযোগ উঠেছে।
রবিবার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবদুস সাত্তার প্রকাশ মাইনু মিয়া (৬২) ওই একই এলাকার বাসিন্দা।
এ ঘটনার পর ছেলে ফরহাদ হোসেনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার পরিদর্শক তদন্ত শুভ রঞ্জন চাকমা বলেন, পারিবারিক বিরোধ নিয়ে কথা কাটাকাটির জের ধরে সকালে ছেলে স্বাস্থ্য সহকারী ফরহাদ হোসেন তার পিতা আবদুস সাত্তার মাইনু মিয়ার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ফরহাদ হোসেনকে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে এবং ফরহাদকে আটক করে।
নিউজওয়ান২৪/টিআর