বাড্ডা-শাহজাদপুর লেক ড্রাইভ সড়কের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৮:৪৫ পিএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার

ছবি: সংগৃহীত
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) নির্মিত বাড্ডা (হাতিরঝিল মোড়) হতে শাহজাদপুর পর্যন্ত লেক ড্রাইভ সড়ক উদ্বোধন করা হয়েছে।
রবিবার দুপুরে হাতিরঝিল মোড়ে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে সড়কের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
রাজউকের লেক উন্নয়ন প্রকল্পের আওতায় বাড্ডা-শাহজাদপুর অংশে ২ দশমিক ৪০ কিলোমিটার দীর্ঘ এ লেক ড্রাইভ নির্মাণ করা হয়েছে, যার প্রশস্ততা ৩০ ফুট। সড়কের এক পাশে ছয় ফুট এবং আরেক পাশে থাকছে তিন ফুট প্রশস্ত ওয়াকওয়ে। সেই সাথে ওয়াকওয়ের ওপর বৈদ্যুতিক বাতির ব্যবস্থা করা হয়েছে, যা লেকের সৌন্দর্য্য বৃদ্ধি করেছে।
উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী মোশাররফ বলেন, গুলশান-বারিধারার সাথে যোগাযোগের সুবিধার জন্য এই সড়ক নির্মাণ করা হয়েছে। সড়ক নির্মাণের জন্য যাদের ভূমি অধিগ্রহণ করা হয়েছে তাদের জমির তিনগুণ মূল্য শিগগিরই পরিশোধ করা হবে বলে জানান তিনি।
রাজউক চেয়রম্যান আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফা, হাতিরঝিল প্রকল্পের পরিচালক মেজর জেনারেল অবু সাইদ মো. মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
নিউজওয়ান২৪/টিআর