NewsOne24

মালয়েশিয়ায় এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০২:২১ পিএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার

ফাইল ছবি

ফাইল ছবি

মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরের চেরাস এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় সময় বুধবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। ওই শ্রমিক চেরাস এলাকার দেসা তুন রাজ্জাক নামের একটি অ্যাপার্টমেন্টে রং করার কাজ করছিলেন।

চেরাস জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ মোখেসিন মোহাম্মদ জন জানান, ৩৭ বছর বয়সী ওই বাংলাদেশি দুর্ঘটনার সময় লিফটে অবস্থান করছিলেন।

প্রত্যক্ষদর্শীর বরাতে তিনি বলেন, দুর্ঘটনার শিকার ব্যক্তি ১৩ তলা থেকে পড়ে যায়। রং করার সময় হঠাৎ পা পিছলে যাওয়ায় ভারসাম্য হারিয়ে ফেলে সে।

বুধবার এক বিবৃতিতে বলেন, দুর্ঘটনার শিকার ব্যক্তি পড়ে গিয়ে হাত ভেঙ্গে যায়। পিঠে ও মাথায় গুরুতর আঘাত পায়। পরে একটি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, এ দুর্ঘটনার সঠিক ফল পাওয়ার জন্য বিশদ তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে দৃশ্যমান কোন অপরাধীর উপাদান পাওয়া যায়নি।

নিউজওয়ান২৪/জেডএস