রাজশাহী ছেড়ে গেছে ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’
রাজশাহী প্রতিনিধি
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৫:১৭ পিএম, ২ নভেম্বর ২০১৮ শুক্রবার

ফাইল ছবি
রাজশাহী থেকে ছেড়ে গেছে ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’। এর আগে সকাল ৬টা ৪৫ মিনিটে গোপালগঞ্জের গোবরা রেলস্টেশন থেকে ৭৮৩ নম্বর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ছেড়ে আসে। মাত্র ছয় ঘণ্টায় ট্রেনটি ২৫৬ কিলোমিটার যাত্রা করবে। ট্রেনটি ঈশ্বরদী জংশন হয়ে দুপুর দেড়টায় রাজশাহীতে পৌঁছায়।
শুক্রবার বিকাল সোয়া তিনটায় আবার টুঙ্গিপাড়ার উদ্দেশে ছেড়ে যায়। রাজশাহী থেকে ট্রেনটি চলাচলের উদ্বোধন করেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এই ট্রেনটি সোমবার ও মঙ্গলবার বন্ধ থাকবে। শোভন চেয়ার টিকিটের মূল্য ৩০০ টাকা ও এসি ৫০০ টাকা। এছাড়া প্রতিদিন দুপুর দেড়টায় গোপালগঞ্জ থেকে রাজশাহী স্টেশনে ছেড়ে আসবে। আর রাজশাহী স্টেশন থেকে বিকাল তিনটায় ছেড়ে যাবে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।
নিউজওয়ান২৪/এএস