NewsOne24

কোহিনুর কেমিক্যালের এমডিকে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১২:০৮ পিএম, ২ নভেম্বর ২০১৮ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

কোটি কোটি টাকা ঋণ নিয়ে পরিশোধ না করে বিদেশে পাচার, প্রতিষ্ঠান ক্রয়ে অনিয়ম, উৎকোচ প্রদান ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে কোহিনুর কেমিক‌্যাল কোম্পানির ব‌্যবস্থাপনা পরিচালক রেজাউল করিমকে জিজ্ঞাসাবাদের জন‌্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে সংস্থাটির উপপরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. সামছুল আলম সই করা নোটিশে তাকে আগামী ৭ নভেম্বর সকাল ১০টায় হাজির হওয়ার জন‌্য বলা হয়েছে।

নোটিশ কোম্পানির বনানীর অফিসের ঠিকানায় পাঠানো হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা (উপপরিচালক) প্রনব কুমার ভট্টাচার্য‌্য এসব নিশ্চিত করেছেন।

অভিযোগের বিষয়ে দুদক সূত্রে জানা যায়, কোহিনুর ক‌্যামিক‌্যাল কোং লিমিটেড ও তার পরিবারের বিরুদ্ধে শত শত কোটি টাকা ঋণ নিয়ে ওই টাকা পরিশোধ না করে বিদেশে পাচার, ওই প্রতিষ্ঠান ক্রয়ে অনিয়ম, উৎকোচ প্রদান ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। ২০১৭ সালের মে মাসে ওই অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক।

নিউজওয়ান২৪/জেডএস