NewsOne24

টেকনাফে বন্দুকযুদ্ধে নিহত ২

টেকনাফ প্রতিনিধি

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১০:১৩ এএম, ২ নভেম্বর ২০১৮ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানা গেছে।

নিহতরা হলেন- টেকনাফ উপজেলার হ্নীলা পূর্ব সিকদার পাড়ার মৃত তোফাইল আহমদের পুত্র সাদ্দাম হোসেন (৩৫) ও একই উপজেলার সাবরাং পূর্ব সিকদার পাড়ার সোলতান আহমদের পুত্র সাদ্দাম হোসেন (৩০)।

নিহতরা মাদক কারবারী বলে দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাস্থল থেকে অস্ত্র, বুলেট ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। 

বন্দুকযুদ্ধের ঘটনায় টেকনাফ মডেল থানা পুলিশের এসআই আমির হোছন (২৯), কনস্টেবল আব্দু শুক্কুর (২১), মোহাম্মদ সিকান্দর আলী (২৪) ও মেহেদী হাসান (২১) আহত হয়েছেন।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার ভোরে উপজেলার সাবরাং উপকূলীয় খুরের মুখে মাদক কারবারীদের মধ্যে গোলাগুলি হয়। খবর পেয়ে টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাসের নেতৃত্বে পুলিশের বিশেষ টিম ঘটনাস্থলে গেলে মাদক চোরাকারবারীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। এক পর্যায়ে মাদক চোরাকারবারীরা পালিয়ে যায়।

ঘটনাস্থলে অনুসন্ধান চালিয়ে সেখান থেকে দুইজনের গুলিবিদ্ধ লাশ, তিনটি দেশীয় অস্ত্র, ২০ রাউন্ড বুলেট ও ২০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করে পুলিশ।

নিউজওয়ান২৪/এমএস