NewsOne24

আফগানিস্তানে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১০:০৫ এএম, ২ নভেম্বর ২০১৮ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

আফগানিস্তানে সেনাবাহিনীদের এক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২৫ জন নিহত হয়েছেন। 

স্থানীয় সময় বুধবার সকালে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দেশটির পশ্চিমাঞ্চলীয় সেনাবাহিনীর ডেপুটি কমান্ডার এবং ফারাহ’র প্রাদেশিক পরিষদের প্রধানও রয়েছেন। সূত্র: আল-জাজিরা

দেশটির ওয়েস্টার্ন ফারাহ প্রদেশের গর্ভনর নাসের মেহরির বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়। 

নাসের মেহরি জানান, সেনাবাহিনীর দুটি হেলিকপ্টার হেরাত প্রদেশের পাশে আকাশ সীমায় উড়ছিল। এর মধ্যে একটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়।

তিনি বলেন, মৃতদের মধ্যে ওয়েস্টার্ন আফগানিস্তানের আর্মি কোরপস কমান্ডার এবং ফারাহ প্রদেশের প্রধান নিহত হয়েছেন। 

তবে কী কারণে এই ঘটনা ঘটল তাৎক্ষণিকভাবে জানা জায়নি বলে জানান তিনি।

এদিকে এরইমধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নেমেছে দেশটির নিরাপত্তা কর্মীরা।

নিউজওয়ান২৪/এমএস