আকরাম খান টাইগারদের ‘রিয়েল হিরো’: আইসিসি
স্পোর্টস ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৯:৩৯ পিএম, ১ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার
ফাইল ছবি
বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খানের ৫১তম জন্মদিনে বৃহস্পতিবার শুভেচ্ছা জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
টুইটারে এক শুভেচ্ছা বার্তায় আকরাম খানকে টাইগার ক্রিকেটের রিয়েল হিরো হিসেবে উল্লেখ করে আইসিসি লিখেছে, ‘হ্যাপি বার্থডে টু আকরাম খান।’
‘বাংলাদেশের সাবেক ক্রিকেটার, ১৯৯৯ সালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার জয়ী ম্যাচে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ স্কোরার খান। তিনি বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচেও খেলেছেন। খান বাংলাদেশ ক্রিকেটের রিয়েল হিরো।’
বিসিবির পরিচালকের পাশাপাশি খান ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
চট্টগ্রামের এই কৃতি সন্তান জাতীয় দলের হয়ে ৮টি টেস্ট এবং ৪৪টি ওয়ানডে ম্যাচ খেলেন।
১৯৬৮ সালের ১ নভেম্বর জন্মগ্রহণ করা আকরাম খান ১৯৮৮ সালে ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে অভিষেক হয়।
নিউজওয়ান২৪/টিআর