NewsOne24

গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে বিক্ষোভ, অর্ধশত কারখানায় ছুটি

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৫:০০ পিএম, ১ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানার হাতিমারা এলাকায় মিতালী ফ্যাশন লিমিটেড কারখানায় মেহেদি হাসান নামে এক শ্রমিকের মৃত্যুর গুজবে কর্মবিরতি ও বিক্ষোভ করে ভাঙচুর চালায় শ্রমিকরা। এসময় আন্দোলনে তাদের সাথে অন্যান্য কয়েকটি কারখানার শ্রমিকরাও অংশ নেয়। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবারে ওই শ্রমিককে কারখানায় গেঞ্জি চুরির দায়ে মারধর করে হত্যা করা হয়েছে বলে কারখানার কর্তৃপক্ষের বিরুদ্ধে এমন গুজব উঠার পর শ্রমিকরা ওইদিন বিকেলে কারখানায় বিক্ষোভ করে।

এদিনে ঘটনা স্বাভাবিক করতে, ওই শ্রমিক হাসপাতালে ভর্তি আছে এবং বৃহস্পতিবার সকালে তাকে কারখানায় হাজির করা হবে পুলিশ ও কারখানার কর্তৃপক্ষ বিক্ষোভরত শ্রমিকদের আশ্বস্ত করেন।

কিন্তু বৃহস্পতিবার সকালে নির্যাতনের শিকার শ্রমিককে হাসপাতাল থেকে কারখানায় আনতে দেরি হওয়ায়, তার মারা যাওয়ার গুজব তুলে শ্রমিকরা কর্মবিরতিতে নেমে বিক্ষোভ করতে থাকে।

এসময় তারা মিতালি ফ্যাশন লিমিটেডসহ আরও অন্তত ১৫টি কারখানায় ইটপাটকেল ছুড়ে ভাঙচুর করা হয়। এক পর্যায়ে শ্রমিকরা মিছিল নিয়ে কোনাবাড়িতে এসে সড়কে অবস্থান নেয়। এসময় সেখানের যমুনা গার্মেন্টস, তুসুকা ও কেয়া স্পিনিং কারখানার গেট ও জানালা ভাঙচুর করে শ্রমিকরা।

কোনাবাড়ি থানার ওসি এমদাদ হোসেন জানান, মিতালি গার্মেন্টেসের ঘটনায় উত্তেজিত শ্রমিকরা কাশিমপুর থেকে কোনাবাড়ির দিকে বিক্ষোভ করে আসার সময় বিভিন্ন কারখানায় ঢিল ছুড়ে ভাঙচুর করে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কোনাবাড়ি ও কাশিপুরের অনেকগুলো কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

পুলিশ জানায় পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কোনাবাড়ি ও কাশিপুরের অনেকগুলো কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে।  

নিউজওয়ান২৪/টিআর