এলআরবি’র প্রথম কনসার্ট, ছিলেন না আইয়ুব বাচ্চু
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১২:২৮ পিএম, ১ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার
ফাইল ছবি
ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুকে ছাড়া চট্রগ্রামে এই প্রথম কনসার্টে অংশ নিলো এলআরবি। আর তার গিটার নিয়ে দর্শকদের আহ্বানে মঞ্চে গান করেছেন আইয়ুব বাচ্চুর ছেলে আনাফ তাজোয়ার আইয়ুব। সঙ্গে গলা মিলিয়েছেন মেয়ে ফায়রুজ সাফরা।
বাবাকে হারানোর বেদনায় দুই ভাই-বোনের চোখ ছিল অশ্রুসিক্ত। আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান ‘সেই তুমি এত অচেনা হলে’ গেয়ে শোনান আনাফ তাজোয়ার আইয়ুব। এ সময় তিনি বলেন, আপনারা সবাই এমনভাবে উচ্চস্বরে গাইবেন, যেন আমার বাবা উপর থেকে শুনতে পারে। আপনাদের কাছ থেকে শুধু আমার বাবার জন্য দোয়া চাই। মেয়ে ফায়রুজ সাফরা বলেন, বড় অসময়ে আমার বাবা চলে গেলেন।
আপনারা এমনভাবে গাইবেন যেন আমার বাবা শুনে বলে- আমি এই তো আছি, তোমাদের সঙ্গে আছি।
প্রসঙ্গত, ১৮ অক্টোবর সকালে মৃত্যুবরণ করেন আইয়ুব বাচ্চু। তার বয়স হয়েছিল ৫৬ বছর। পারিবারিক সূত্র জানায়, গত ১৬ অক্টোবর রাতে রংপুরে একটি কনসার্ট শেষ করে ১৭ অক্টোবর দুপুরে ঢাকায় ফেরেন তিনি। ১৮ অক্টোবর সকাল সাড়ে ৮টার দিকে বাসায় হার্ট অ্যাটাক করেন। পরে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিউজওয়ান২৪/জেডএস