ইতালিতে ভয়াবহ বন্যায় ১১ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৯:১২ পিএম, ৩১ অক্টোবর ২০১৮ বুধবার

ছবি: সংগৃহীত
ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় ইতালিতে ১১ জনের মৃত্যু হয়েছে।
দেশটির আবহাওয়া দফতরের বরাত দিয়ে বুধবার নিউ ইয়র্ক টাইমস এ খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়, দেশটির ভেনিসসহ উত্তর-পূর্বাঞ্চলের ৭০ শতাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে।
ইতালির রানী খ্যাত ভেনিসের তিন চতুর্থাংশ অংশই বন্যায় ভেসে গেছে। প্রচণ্ড বাতাসের কারণে বন্যার পানি বড় বড় ঢেউ হয়ে ভেনিসের বিভিন্ন জায়গায় আছড়ে পড়ছে। কোথাও কোথাও ৫ ফুটের বেশি উচ্চতার ঢেউ দেখা গেছে।
ভেনিসের মেয়র লুইগি ব্রুগনারো জানিয়েছেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। বন্যার পানি নিরসনে তার লোকেরা কাজ করছে।
নিউজওয়ান২৪/টিআর