NewsOne24

সেলফি তুলতে গিয়ে প্রাণ গেলো দম্পতির 

আন্তর্জাতিক ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৩:০৪ পিএম, ৩১ অক্টোবর ২০১৮ বুধবার

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত


মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইয়োসেমাইট ন্যাশনাল পার্কে সেলফি তুলতে গিয়ে ২৪৫ মিটার (৮০৩ ফুট) উঁচু স্থান থেকে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছেন এক ভারতীয় দম্পতি।

ওই দম্পতির নাম বিষ্ণু বিশ্বনাথ (২৯) ও মিনাক্ষী মোর্থি (৩০)। 

তাদের স্বজনরা জানান, গত সপ্তাহে ইয়োসেমাইট ন্যাশনাল পার্কের টাফট পয়েন্ট থেকে পড়ে যান তারা। 

ওই পার্কের টাফট পয়েন্ট জনপ্রিয় দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি। এ স্থানটির চারপাশে রেলিং দেয়া নেই। গত বৃহস্পতিবার তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বিশ্বনাথের ভাই সংবাদমাধ্যমকে জানান, আমার মনে হয় তারা সেলফি তুলতে গিয়ে প্রাণ হারিয়েছেন। 

বিষ্ণু ও মিনাক্ষী যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। তারা ইয়োসেমাইট ন্যাশনাল পার্কে ভ্রমণে বের হন। তারা এ নিয়ে একটি ব্লগও লিখেছেন। যার শিরোনাম ছিল, ‘হলিডেইস অ্যান্ড হ্যাপিলি ইভার আফটারস’। 

মিনাক্ষীর সাম্প্রতিক এক ইন্সটাগ্রাম পোস্টে দেখা যায়, গ্রান্ড ক্যানিয়নে বসা একটি ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লেখা ছিল, ‘একটি ছবির থেকে কি আমাদের জীবন মূল্যবান?’ এ স্থানটি বিপজ্জনক হিসেবে পরিচিত।

গতমাসে ফ্যামিলি মেডিসিন অ্যান্ড প্রাইমারি কেয়ার জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা যায়, সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে সেলফি তুলতে গিয়ে প্রাণ হারান ২৬০ জন। 

নিউজওয়ান২৪/এমএম