NewsOne24

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৮:৪৬ পিএম, ৩০ অক্টোবর ২০১৮ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

চুয়াডাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে মেহেদী হাসান (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলার উথলী বিজিবি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়ার দুলাল শেখের ছেলে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে মোটরসাইকেলযোগে জীবননগর থেকে চুয়াডাঙ্গায় যাচ্ছিলেন মেহেদী। এসময় উপজেলার উথলী বিজিবি ক্যাম্পের সামনে ঢাকাগামী একটি বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

পরে পুলিশ লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়

জীবননগর থানার ওসি শেখ গনী মিয়া বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

নিউজওয়ান২৪/টিআর