ইসলামী জ্ঞান (পর্ব-৫)
নিউজ ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৪:১৫ পিএম, ৩০ অক্টোবর ২০১৮ মঙ্গলবার

ফাইল ছবি
ইললামী জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর-
প্রশ্ন: হজরত ওসমান (রা.)-কে জামিউল কোরআন বলা হয় কেন?
উত্তর: তখনকার সময় আঞ্চলিক ভাষায় পবিত্র আল কোরআন তিলাওয়াতের কারণে মুসলিম উম্মাহার ঐক্য ও সংহতি বিনষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিলে হজরত ওসমান (রা.) এ ব্যাপারে দ্রুত উদ্যোগ নেন। তিনি হজরত হাফসা (রা.)-এর কাছে সংরক্ষিত পবিত্র আল-কোরআনের মূল কপি এনে এর অনেক কপি করে মুসলিম সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেন। এভাবে তিনি পবিত্র আল-কোরআন সংকলন করেন বলে তাকে ‘জামিউল কোরআন’ বলা হয়।
প্রশ্ন: হজরত আলী (রা.)-কে আসাদুল্লাহ উপাধি দেওয়া হয়েছে কেন?
উত্তর: বদর যুদ্ধে বিশেষ কৃতিত্বের জন্য তিনি জুলফিকার তরবারি লাভ করেছিলেন। পরে শৌর্যবীর্যের প্রতীক এ তরবারির সাহায্যে তিনি খাইবারের কামুস দুর্গ জয় করলে রাসূল (সা.) তাকে ‘আসাদুল্লাহ’ উপাধি দেন।
প্রশ্ন: হজরত ওমর (রা.)-এর ‘ফারুক’ উপাধি পাওয়ার কারণ কী?
উত্তর: ইসলাম গ্রহণের পর তিনি ঘোষণা দিলেন—আর গোপনে নয়, এবার প্রকাশ্যে কাবাঘরের সামনে সালাত আদায় করব। তার এ সাহস দেখে রাসূল (সা.) মুগ্ধ হন এবং তাকে ‘ফারুক’ উপাধিতে ভূষিত করেন।
প্রশ্ন: ইমাম গাজ্জালি (রা.)-কে কে হুজ্জাতুল ইসলাম বলা হয় কেন?
উত্তর: ইমাম গাজজালি সর্বশ্রেষ্ঠ সুফি দার্শনিক ছিলেন। তিনি ইসলামি অনুশাসনের দার্শনিক ব্যাখ্যা উপস্থাপন করেন। বিভিন্ন বিষয়ের ওপর অনেক গুরুত্বপূর্ণ মৌলিক গ্রন্থ রচনা করে তিনি ইসলামি অনুশাসনের সঠিক ব্যাখ্যা তুলে ধরেন। এ জন্য তাকে হুজ্জাতুল ইসলাম বলা হয়।
(চলবে...)
আরো পুিন>>> ইসলামী জ্ঞান (পর্ব-৪)
নিউজওয়ান২৪/আরএডব্লিউ