NewsOne24

নিউ জিল্যান্ডে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

বিশ্ব সংবাদ ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১২:৩৪ পিএম, ৩০ অক্টোবর ২০১৮ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

নিউ জিল্যান্ডের নর্থ আইল্যান্ডে ৬ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৬টায় কম্পনটি অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ১ এবং এর উৎপত্তি ভূপৃষ্ঠের ২২৮ কিলোমিটার গভীরে। এর উপকেন্দ্র নিউ প্লেমাউথ শহর থেকে ৬৩ কিলোমিটার পূর্বে।

প্লেমাউথ শহর ছাড়িয়ে পার্শ্ববর্তী এলাকাগুলোতেও কম্পন অনভূত হয়। ভূমিকম্পের ফলে আতঙ্কে লোকজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

আফটারশকের আশঙ্কায় বিপর্যয় মোকাবিলা টিমকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। টুইটারে দেওয়া এক পোস্টে জনগণকে পরস্পরের খোঁজ নেওয়ার আহ্বান জানিয়েছেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডার্ন।

নিউ জিল্যান্ডের ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা জিওনেট জানিয়েছে, প্রায় ১৫ হাজার ৬০০ লোক ভূমিকম্পটি অনুভব করেছে, তাদের অধিকাংশই এটিকে মাঝারি থেকে মৃদু বলে বর্ণনা করেছে।

নিউজওয়ান২৪/এএস