NewsOne24

গুলশান হত্যাযজ্ঞ: ভাগনেসহ নর্থ-সাউথ উপউপাচার্য গিয়াস গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ০৯:৪১ এএম, ১৭ জুলাই ২০১৬ রোববার | আপডেট: ০১:২৯ পিএম, ২২ আগস্ট ২০১৬ সোমবার

ঢাকা: গুলশান হত্যাযজ্ঞে জড়িত হামলাকারীদের আশ্রয় দানের অভিযোগে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপউপাচার্য অধ্যাপক গিয়াস উদ্দিন আহসানকে গ্রেফতার করা হয়েছে। একই অভিযোগে তার সঙ্গে আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের একজন হলেন তার ভাগনে আলম চৌধুরী ও অপরজন তার ম্যানেজার মাহবুবুর রহমান তুহিন।

পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা গতকাল (শনিবার) বিকাল সাড়ে ৫টার দিকে এই তিনজনকে গ্রেপ্তার করে বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে।

তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান। আজ (রোববার) তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে চাওয়া হবে বলে জানান তিনি।

মাসুদুর রহমান জানান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন গিয়াস উদ্দিন আহসান রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ৬ নম্বর সড়কের ব্লক ই-এর ৩০১/এ প্লটের টেনেমেন্ট-৩ এর এ/৬ নম্বর ফ্ল্যাটের মালিক। গুলশান হত্যাযজ্ঞে অংশগ্রহণকারীরা ওই ফ্ল্যাটেই মিলিত হয়েছিল। বাসা ভাড়া দেওয়ার ক্ষেত্রে পুলিশের নির্দেশনা মোতাবেক ভাড়াটিয়ার তথ্য রাখার বিষয়টি অগ্রাহ্য করেছিলেন ফ্ল্যাট মালিক গিয়াস উদ্দিন।

ওই বাসা থেকে বালুভর্তি কার্টনবক্স, জঙ্গিদের কাপড়সহ অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে বালুভর্তি কার্টনবক্সে হামলায় ব্যবহৃত গ্রেনেডগুলো রাখা হয়েছিল। জঙ্গি আস্তানা হিসেবে ব্যবহৃত এই ফ্ল্যাটটি ভাড়া দেওয়া ও দেখাশোনা করতেন উপউপাচার্য গিয়াস উদ্দিন আহসানের ভাগনে আলম ও ভবনের ব্যবস্থাপক তুহিন।

পুলিশ সূত্র জানায়, গত মে মাসে ফ্ল্যাটটি ভাড়া করেছি জঙ্গিদের সহযোগীরা। গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলা ও জিম্মিকরণ এবং সবশেষে নির্মম নিধনযজ্ঞের পর ওই বাসা ছেড়ে পালিয়ে যায় সংশ্লিষ্ট অন্যরা।

পরবর্তীতে দেখা যায় হামলা ও হত্যাযজ্ঞে অংশ নেওয়া নিবরাজ ইসলাম নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। এছাড়া জিম্মিদশা থেকে ‘মুক্তি পাওয়া’ আবুল হাসনাত রেজাউল করিমও ঢাকার এই নামী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ছিলেন।

গত ১ জুলাই রাতে গুলশান ২ নম্বরের হলি আর্টিজান বেকারিতে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়ে দেশি-বিদেশি অন্তত ৩৩ জনকে জিম্মি করে একদল অস্ত্রধারী। পরদিন কমান্ডোরা সেখান থেকে ১৭ বিদেশিসহ ২০ জনের মৃতদেহ উদ্ধার করে। কমান্ডো অভিযানে নিহত হন পাঁচ হামলাকারী এবং আটক হয় একজন। এছাড়া ঘটনার রাতে ঘটনাস্থলের সামনের রাস্তায় জঙ্গিদের ছোড়া বোমায় পুলিশের দুই কর্মকর্তা নিহত হন। গুলশান হামলার পাঁচ দিনের মাথায় গত ৭ জুলাই ঈদের দিন সকালে কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদ জামাতে হামলা চালালিয়ে দুই পুলিশসহ তিনজনকে হত্যা করে জঙ্গিরা। এসময় পুলিশের গুলিতে নিহত জঙ্গি আবীর রহমানও নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল বলে জানা যায়।

তিন বছর আগে ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যার অভিযোগে নর্থ সাউথের ছয় ছাত্রের শাস্তি হয়। এরপর সাম্প্রতিক ঘটনায় ১৯৯২ সালে প্রতিষ্ঠিত বেসরকারি এই বিশ্ববিদ্যালয়টির ছাত্র-শিক্ষকদের জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়টি আলোচনায় চলে আসে ফের।

নিউজওয়ান২৪.কম/একে