শাহজালালে ৪ কোটি টাকার পণ্য উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৬:২২ পিএম, ২৯ অক্টোবর ২০১৮ সোমবার
ছবি: সংগৃহীত
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা বিপুল পরিমাণ মোবাইল, ওয়াকিটকি ও রাউটার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। আর এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি টাকা।
সোমবার সকালে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এসব উদ্ধার করা পণ্যের মধ্যে ১৫১৪ টি মোবাইল, ২০ টি ওয়াকিটকি ও ২২ টি রাউটার রয়েছে।
গোপন তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা দল বিমান বন্দরের কাস্টমস কার্গো কমপ্লেক্সে গেল একইদিন সন্ধ্যা সাড়ে ৬ টায় বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ২৩ কার্টুনে এসব পণ্য উদ্ধার করে।
এ ঘটনায় সোমবার শুল্ক আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা পণ্য ঢাকা কাস্টম হাউজের রাষ্ট্রীয়গুদামে জমা রাখা হয়েছে।
নিউজওয়ান২৪/এএস