NewsOne24

‘অনার কিলিংয়ের’ বলি হলেন পাকিস্তানি মডেল কান্দিল!

শোবিজ ডেস্ক

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ০৪:৩৯ পিএম, ১৬ জুলাই ২০১৬ শনিবার | আপডেট: ১১:১১ পিএম, ১৯ জুলাই ২০১৬ মঙ্গলবার

অনার কিলিংয়ের শিকার হলেন পাকিস্তানের আলোচিত মডেল তারকা কান্দিল বালুচ। তাকে তার আপন ভাই গলা টিপে হত্যা করেছে।

শনিবার প্রথমদিকে পাকিস্তানি টিভি চ্যানেলগুলোর খবরে বলা হয়েছিল তাকে গুলি করে হত্যা করা হয়েছে। পরে পুলিশ জানায়, গলা টিপে হত্যা করা হয়েছে কান্দিলকে।

সন্দেহভাজন ঘাতক ভাই ওয়াসিম পলাতক রয়েছে। নবভারত টাইমস জানায়, দিনকয়েক আগে কান্দিল টুইটারে পোস্ট করা কান্দিলের একটি মন্তব্য ছিল- আমাদের সমাজে ভাল কিছুই নেই। এটা পিতৃতান্ত্রিক সমাজ।

জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া সেলিব্রেটি মাত্র কিছুদিন আগে কট্টর অনুশাসনের দেশ পাকিস্তানের এক মুফতির সঙ্গে তোলা সেলফি ফেসবুকে আপ করে ব্যাপক তোলপাড় ফেলে দেন। এমনিতে নিজে তিনি সোশ্যাল মিডিয়ায় খোলামেলা ছবি আর আক্রমণাত্মক বক্তব্যের কারণে আলোচিত ছিলেন।

তার ওই সেলফিকাণ্ডের জের ধরে জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যপদ হারান মুফতি আব্দুল কাভি নামের ওই মুফতি। শুধু তাই নয়, বিরোধী দলীয় নেতা ইমরান খান তার তেহরিক-ইন-ইনসাফ থেকেও বাদ দেন তাকে।

কান্দিলের আসল নাম ফৌজিয়া আজিম। ভারতের আলোচিত সেলিব্রেটি শো বিগ ব্রাদারের এবারকার এপিসোডে তার অংশ নেয়ার গুঞ্জন চলছিল সম্প্রতি। সর্বশেষ টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতকে পাকিস্তান হারাতে পারলে তিনি ‘ক্যাপ্টেন আফ্রিদির সম্মানে’ স্ট্রিপ ড্যান্স করার ঘোষণা দিয়েছিলেন।

পরে ওই ম্যাচ পাকিস্তান হেরে গেলে কান্দিল ভারতীয় ক্যাপ্টেন বিরাট কোহলি বন্দনায় মশগুল হন। তখন টুইটারে তিনি জানান বিরাটের প্রেমে পড়েছেন এবং বিরাটকে অনুরোধ করেন আনুশকাকে ছেড়ে তাকে গ্রহণ করতে।

যাহোক, তার এমন খোলামেলা কথাবার্তা আর আচরণে ক্ষুব্ধ ছিলেন তার ভাই। ডন.কম জানায়, তার করা বিতর্কিত ফেসবুক পোস্ট ও ভিডিও বিষয়ে তাকে হুমকি দেন। এ কারণে তিনি পুলিশ প্রটেকশনও চেয়েছিলেন বলে জানা গেছে।

ঈদে কান্দিল বাড়ি গিয়েছিলেন। কিন্তু পরে তার পিতা অষুস্থ হয়ে পড়লে তিনি কর্মস্থলে ফিরতে দেরি করছিলেন। এরই মাঝে শনিবার যখন মায়ের সঙ্গে শুয়েছিলেন তিনি, তখনি তার ভাই ওয়াসিম তাকে গলা টিপে হত্যা করে। প্রথম দিকে অবশ্য পুলিশ ধারণা করেছিল তাকে গুলি করে হত্যা করা হয়েছে।

সম্প্রতি খবর বের হয় যে ২৬ বছর বয়সের ‘হট মডেল’ কান্দিল তিন তিনটি বয়ে করেছেন। এই খবর প্রকাশের তিনদিনের মাথায় আপন ভাই তাকে গলা টিপে হত্যা করলো। ধারণা করা হচ্ছে, অতি রক্ষণশীল পাকিস্তানে মডেল বোনকে জড়িয়ে এ ধরনের সংবাদ ওয়াসিমকে উত্তেজিত করে তোলে।

সাধারণত, ভারত ও পাকিস্তানের কিছু এলাকায় পরিবারের অমতে তথাকথিত ‘নিচু জাতে’র কাউকে বিয়ে করলে পরিবারের পক্ষ থেকে ‘অপরাধী’ কনে বা বরটিকে বা কখনো উভয়কেই হত্যা করা হয়। এই নির্মম পৈশাচিক কাণ্ডই ‘অনার কিলিং’ নামে দুনিয়া জুড়ে পরিচিত।

চিরবৈরী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অপমানের অভিযোগও আছে কান্দিলের বিরুদ্ধে। ভারতীয় মিডিয়ার অভিযোগ- মোদির কাছে তিনি কাশ্মির ফের চেয়েছিলেন। কান্দিলের চোখা মন্তব্যের শরে বিদ্ধ হয়েছেন খোদ পাকিস্তানি প্রেসিডেন্টও। ভ্যালেন্টাইন ডে’কে কেন্দ্র করে নিজ দেশের প্রেসিডেন্টকে নিয়েও ঠাট্টা করেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় কান্দিল ব্যাপকভাবে ঠাট্টা-নিন্দা গালিগালাজের এবং বিশেষ করে লিঙ্গ বৈষম্যমূলক আক্রমণের শিকার হতেন হামেশা- বিষয়টি তার গা সওয়া ছিল বলা যায়।
তবে এসব কারণেই হয়তো চরম সামরিক-মোল্লা-জঙ্গি ভাবাপন্ন দেশটির তরুণ মহলের বিরাট অংশের কাছে প্রশংসার পাত্রী ছিলেন তিনি।

নিউজওয়ান২৪.কম/একে

হট মডেলের সঙ্গে সেলফি: সব কূল গেল পাকিস্তানি ‘টেডি মোল্লার’

বিগবসে উত্তাপ ছড়াতে আসছেন বালুচ অপরূপা কান্দিল