NewsOne24

যে শিশুদের পাশে ঊর্মিলা

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০১:৫০ পিএম, ২৯ অক্টোবর ২০১৮ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঊর্মিলা শ্রাবন্তী কর। অভিনয়ের পাশাপাশি সেবামূলক কাজে থাকতে বেশ পছন্দ করেন তিনি। তাই প্রায় সময় মানব সেবায় দেখা যায় তাকে। এবারো তেমনই একটি খবর পাওয়া গেল।

পাহাড়ী আদিবাসী শিশুদের পাশে দাঁড়ালেন অভিনেত্রী ঊর্মিলা। রামু ও নাইক্ষ্যংছড়িতে আদিবাসী শিশুদের উন্নত মানের শিক্ষা ও অন্যান্য সুযোগ সুবিধা দেয়ার উদ্দেশ্যে ‘বিদ্যানন্দ ব্যবহারিক শিক্ষা নিকেতন’ নামক একটি স্কুল কাজ করে আসছে বহুদিন ধরে। ওই স্কুলে প্রতি মাসে দুই দিন করে ক্লাস নিবেন এই অভিনেত্রী।

2.পাহাড়ি আদিবাসী শিশুদের পাশে ঊর্মিলা

ঊর্মিলা বলেন, যারা এই স্কুলের সঙ্গে জড়িত আছেন তারা আমাকে ক্লাস নেয়ার অনুরোধ করেছেন। আমার মনে হয়েছে, শিল্পী হিসেবে এতে অংশ নেয়া আমার নৈতিক দায়িত্ব। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো তাদের সহায়তা করার। প্রত্যেকেই যদি নিজ নিজ জায়গা থেকে এভাবে এগিয়ে আসি তাহলে আমাদের দেশটা আরো সুন্দর হয়ে উঠবে।

3.পাহাড়ি আদিবাসী শিশুদের পাশে ঊর্মিলা

এই অভিনেত্রী আরো জানান, স্কুলটির কার্যক্রম সম্পর্কে সবাইকে জানানোর জন্য নভেম্বরের প্রথম সপ্তাহে একটি ডকুমেন্টারি নির্মাণ করা হবে। বিনা পারিশ্রমিকে ডকুমেন্টারি নির্মাণের কাজে তিন দিনের জন্য অংশ নিতে সবার প্রতি আহ্বানও জানান ঊর্মিলা।

এ ছাড়া লাগবে শুটিংয়ের প্রয়োজনীয় ক্যামেরা, লাইট, বুম ও মনিটর। স্কুলে যাওয়ার এবং সেখানে থাকার সব ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। আগ্রহীদের উর্মিলার ফেসবুক কমেন্টে বা ইনবক্সে যোগাযোগ করতে বলা হয়েছে।

বর্তমানে বিভিন্ন চ্যানেলে ঊর্মিলা অভিনীত একাধিক ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। তার মধ্যে রয়েছে সৈয়দ শাকিলের ‘প্রেম নগর’ ও ‘সোনর শিকল’, ইমতিয়াজ নেয়ামুলের ‘কাগজের ফুল’, সাখাওয়াত মানিকের ‘মেঘে ঢাকা শহর’, এবং জুয়েল মাহমুদের ‘দি পাবলিক’ শিরোনামের ধারাবাহিক নাটকগুলো।

নিউজওয়ান২৪/জেডএস