সন্তানের জন্য ৪৩ বছর পুরুষের ছদ্মবেশে
নিউজওয়ান২৪ ফিচার ডেস্ক।।
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১১:২৭ এএম, ১৪ জানুয়ারি ২০১৫ বুধবার | আপডেট: ১১:৩৮ এএম, ১৪ জানুয়ারি ২০১৫ বুধবার

বলা যায় এমনটা শুধু একজন মা-ই পারেন। টানা ৪৩ বছর তিনি পুরুষের ছদ্মবেশে চাকরি করে গেছেন বিভিন্ন প্রতিষ্ঠানে। বর্তমানে ৭০ বছল বয়সী মিশরীয় এই নারী মিডিয়ার কাছে এ ব্যাপারে মুখ খুলেছেন। সম্প্রতি মিশরীয় টিভি শো মা`আকুম (তোমার সঙ্গে)-এ দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির ল্যুক্সর গভর্নরেটের বাসিন্দা সিসা আবু দাউহ নামের ওই নারী জানান, ৪৩ বছল আগে স্বামী মারা যায় তার। ওই সময় নিজের সন্তান ও নিজের ভরণে পোষনের দায়িত্ব তাকেই নিতে হয়।
অনুষ্ঠানের উপস্থাপক মোনা আল সাধৌলিকে তিনি বলেন, আমি পুরুষের বেশ ধরেছিলাম শুধুমাত্র নিজের কন্যা ও নিজেকে রক্ষার জন্য। সাদা এল বালাদ পত্রিকা জানায়, দীর্ঘ কাল যাবত সিসা পুরুষবেশিষ্টিত আবহে চাকরি করে গেছেন পুরুষের ছদ্মবেশে।
তিনি আরও জানান, দীর্ঘকাল ধরে পুরুষের পোশাকে থাকতে থাকতে এখন নারীদের পোশাকে তিনি অস্বস্তি বোধ করেন। তবে ভ্রমণের সময়ে বা পথেঘাটে চলাচলের সময়ে তার চলাফেরাটা সাধঅরণ নারীর বেশে ছিল। কারণ তার পরিচয়পত্র আর পাসপোর্টে তার আসল লিঙ্গপরিচয়টা রয়েছে। সেটাকে তো আর এড়ানো যায় না।
আরকে/