ডেঞ্জার জোনে অবন্তী, বিজয়ী নোবেল!
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১০:৪৭ এএম, ২৯ অক্টোবর ২০১৮ সোমবার
ফাইল ছবি
কণ্ঠশিল্পী অবন্তী সিঁথি। বাংলাদেশ ও পশ্চিম বঙ্গের সংগীতাঙ্গণে তিনি এখন বেশ পরিচিত মুখ। শিস ও কাপ বাজিয়ে এরই মধ্যে সবার মন জয় করে নিয়েছেন এই শিল্পী। তবে অনেকটা খারাপ সংবাদ হলেও এটা সত্যি যে, এখন পুরোপুরি ডেঞ্জার জোনে অবন্তী।
ঘটনা হলো, রোববার রাতে প্রচারিত ভারতের জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সারেগামাপা’য় বাংলাদেশের মেয়ে অবন্তী সিঁথির কণ্ঠে শোনা যায় বহুল আলোচিত ‘কেয়ামত সে কেয়ামত তক’ ছবির ‘গজব কা হে দিন’ গানটি। জাদু আর গানের ভিন্ন রকম উপস্থাপনায় এটি কেমন জানি বিচারকের মন জয় করতে পারেনি।
ফলে ডেঞ্জার জোনে স্থান হয়েছে তার। তবে অবন্তীর সঙ্গে আরো একজনের নাম ঘোষণা করা হয়। যিনিও তার সঙ্গে স্থান করে নিয়েছেন ডেঞ্জার জোনে। তিনি হলেন কলকাতার সোমদত্তা দাস। এদের মধ্যে যে কোন একজন আসতে পারেন সেফ জোনে তবে অন্যজনকে পুরোপুরি বিদায় নিতে হবে বলেও জানান বিচারক শান্তনু মৈত্র।
আজকের বিচারকদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রখ্যাত পারকাশনিস্ট শিবমনি, মোনালী ঠাকুর, শ্রীকান্ত আচার্য ও শান্তনু মৈত্র।
এদিকে, এই সপ্তাহের বিজয়ী হিসেবে বিচারকদের চোখে গণ্য হয়েছেন বাংলাদেশের অন্য প্রতিযোগী মাইনুল আহসান নোবেল।
নিউজওয়ান২৪/জেডএস