ইসলামী জ্ঞান (পর্ব-৪)
নিউজ ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৯:১৯ এএম, ২৯ অক্টোবর ২০১৮ সোমবার

ফাইল ছবি
ইললামী জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর-
প্রশ্ন: পবিত্র কোরআনে কতটি সিজদা আছে এবং কোন কোন সূরায়?
উত্তর: ১৫টি। আ’রাফ (২০৬নং আয়াত), রা’দ (১৫নং আয়াত), নাহাল (৪৯নং আয়াত), ইসরা (১০৭নং আয়াত), মারইয়াম (৫৮নং আয়াত), হাজ্জ (১৮ ও ৭৭ নং আয়াত), ফুরক্বান (৬০নং আয়াত), নামাল (২৫নং আয়াত), সজিদা (১৫নং আয়াত), সোয়াদ (২৪নং আয়াত), হা-মীম আস সাজদাহ (৩৭নং আয়াত), নাজম (৬২নং আয়াত), ইনশক্বিাক (২১নং আয়াত), আলাক (১৯নং আয়াত)।
প্রশ্ন: কোন সূরায় দুইটি সিজদা রয়েছে?
উত্তর: সূরা হজ্জ। (১৮ ও ৭৭ নং আয়াত)
প্রশ্ন: পবিত্র কোরআনে কতবার ‘রহমান’ শব্দের উল্লেখ হয়েছে?
উত্তর: ৫৭ বার।
প্রশ্ন: পবিত্র কোরআনে কতবার ‘জান্নাত’ শব্দ এসেছে?
উত্তর: ১৩৯ বার। (একবচন, দ্বিবচন ও বহুবচন শব্দে)
প্রশ্ন: পবিত্র কোরআনে কতবার ‘জাহান্নাম’ শব্দ এসেছে?
উত্তর: ৭৭বার।
প্রশ্ন: পবিত্র কোরআনে কতবার ‘নার বা আগুন’ শব্দ এসেছে?
উত্তর: ১২৬বার।
(চলবে...)
আরো পড়ুন>>> ইসলামী জ্ঞান (পর্ব-৩)
নিউজওয়ান২৪/আরএডব্লিউ