NewsOne24

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে দুই নারী নিহত

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৯:২৩ পিএম, ২৮ অক্টোবর ২০১৮ রোববার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর খিলক্ষেত ও দক্ষিণখানের কসাইবাড়ি এলাকায় রবিবার ট্রেনে কাটা পড়ে দুই নারী নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে দক্ষিণখান এলাকার স্বপন মিয়ার স্ত্রী নিপার পরিচয় পাওয়া গেলেও খিলক্ষেতে নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি।

বিমানবন্দর রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির এসআই নজরুল ইসলাম জানান, আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে নোয়াখালীগামী একটি ট্রেন নিপাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তিনি আরো জানান, খিলক্ষেতে ট্রেনের চাকার নিচে পড়ে মারা যান আরেক নারী। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজওয়ান২৪/টিআর