NewsOne24

বিপিএলে আশরাফুল

নিউজ ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৪:০৪ পিএম, ২৮ অক্টোবর ২০১৮ রোববার

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে দল পেয়েছেন দীর্ঘ দিন নিষেধাজ্ঞায় থাকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। রবিবার টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট থেকে বাংলাদেশের সাবেক এই অধিনায়ককে দলে টানেন চিটাগং ভাইকিংস।

দীর্ঘ পাঁচ বছর পর বিপিএলে ফিরছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। টি-টোয়েন্টির এই টুর্নামেন্টে বাজিকরদের চক্রান্তের চক্রে নিজেকে জড়িয়ে সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ ছিলেন তিনি। চলতি বছরের আগস্টে ফের ২২ গজে ফেরেন ডান-হাতি এই ব্যাটসম্যান। 

প্রসঙ্গত, সাতটি দলের অংশগ্রহণে আগামী জানুয়ারিতে মাঠে গড়াবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের জাঁকজমকপূর্ণ টুর্নামেন্ট বিপিএল। 

নিউজওয়ান২৪/এএস