লিমি-অদ্রির আর স্কুলে যাওয়া হয়নি
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৭:৫১ পিএম, ২৭ অক্টোবর ২০১৮ শনিবার

ছবি: সংগৃহীত
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বাগান উত্তপাড় গ্রামে শনিবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো- ওই গ্রামের লিটন রায়ের মেয়ে লিমি রায় (৭) ও অদ্রি সরকার (৬)।
তারা দুজনই বাগান উত্তরপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী ছিল।
স্কুলের সহকারী শিক্ষিকা সোনিয়া আক্তার বলেন, দুই ছাত্রী সকাল সাড়ে ৯টায় স্কুলে আসে। কিন্তু ভুল করে সঙ্গে পেন্সিল আনেনি। আমি তাদের ক্লাস নেয়ার সময় সকাল সাড়ে ১০ টায় তারা আমার অনুমতি নিয়ে পেন্সিল আনতে যায়। তারপর আর তারা স্কুলে ফিরে আসেনি।
নিহত লিমির বাবা লিটন রায় বলেন, বাড়ি থেকে পেন্সিল নিয়ে তারা দু’জনে স্কুলের উদ্দেশে রওনা দেয়। পরে পানিতে ডুবে তাদের মৃত্যুর সংবাদ পাই।
শোকাহত ও পিতার ধারণা, পথের মধ্যে ডা. সুভাষ বালার সদ্য খনন করা পুকুর পাড় থেকে পা পিছলে তারা পানিতে পড়ে যায়। দুপুর ১২টায় তাদের লাশ পুকুরের পানিতে ভেসে ওঠে।
কোটালীপাড়া থানার ওসি মো.কামরুল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় স্কুল ও বাগান উত্তপাড় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। দু’শিশুর পরিবারে শোকের মাতম চলছে।
নিউজওয়ান২৪/টিআর