নানজীবা খান
পাইলট যখন পরিচালক
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৬:৫৯ পিএম, ২৭ অক্টোবর ২০১৮ শনিবার
ফাইল ছবি
বহুমাত্রিক এক প্রতিভার নাম নানজীবা খান। একাধারে তিনি উপস্থাপিকা, সাংবাদিক, লেখক, ট্রেইনি পাইলট, ব্র্যান্ড অ্যাম্বাসেডর, বিএনসিসি ক্যাডেট অ্যাম্বাসেডর, ইউনিসেফ-এর তরুণ প্রতিনিধি এবং বিতার্কিক।
এমনকি নির্মাতা হিসেবে প্রশিক্ষণ নিয়েছেন জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউট ও সিটিএফবি’তে। শিশু নির্মাতা হিসেবে কাজ শুরু করলেও বর্তমানে নিজের কাজগুলোতে প্রমিনেন্ট আর্টিস্টদের নিয়েই এগিয়ে যাচ্ছেন এ তরুণী।
সম্প্রতি শেষ করেছেন তার চিত্রনাট্য ও পরিচালনায় প্রথম নাটক ‘দি আনওয়ান্টেড টুইন’-এর শুটিং। এটি প্রযোজনা করেছেন ফয়সাল আনোয়ার এবং সিনোমাটোগ্রাফার হিসেবে ছিলেন পাভেল মাহমুদ জয়। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অ্যানি খান, শিরিন আলম, রাজু আলীম, সাইফ সাইফুলসহ আরও অনেকে।
উঠতি বয়সী কলেজ পড়ুয়া একজন কিশোরীর অতি আবেগপ্রবণ প্রেমের ফলে দুটি পরিচয়হীন যমজ শিশুর জন্ম হয়। দুটি শিশু ও সেই তরুণীর জীবনের পরিণতি দেখা যাবে এই নাটকে। ওই সময়টিতে সমাজের অবহেলার ফলও দেখানো হয়েছে এতে।
এ বিষয়ে নানজীবা খান বলেন, ‘আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা আমরা সমস্যার কথা জেনে বা বুঝে লুকিয়ে রাখি। একটি পর্যায়ে যখন সেটি বড় আকার ধারণ করে তখন শেষ মুহূর্তে সমাধানের চেষ্টা করি। অথচ প্রাথমিক পর্যায়ে সচেতন হলে সেটি হয়তো অতোটা গুরুতর হয়ে ওঠে না। শেষ থেকে শুরু করাও কিন্তু একটা যোগ্যতা। শত বাধার পরেও ঘুরে দাঁড়াতে দেখা যাবে এই নাটকে। বর্তমানে নাটকটির পোষ্ট প্রোডাক্টশনের কাজ চলছে।’
দুটি পরিচয়হীন যমজ শিশুর গল্প নিয়ে নির্মিত এ নাটকের শেষে বিষয়টি নিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদারের বক্তব্য দেখা যাবে বলে জানা গেছে। খুব শীঘ্রই এটি টেলিভিশনের পর্দায় দর্শক দেখতে পাবেন বলে জানিয়েছে নানজীবা খান।
নিউজওয়ান২৪/এএস