আইয়ুব বাচ্চুর স্মরণে ভক্তদের আয়োজন
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৪:৪৩ পিএম, ২৬ অক্টোবর ২০১৮ শুক্রবার
ফাইল ছবি
বাংলাদেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তি, গিটার জাদুকর আইয়ুব বাচ্চু গত ১৮ অক্টোবর না ফেরার দেশে চলে যান। তার আকস্মিক মৃত্যুতে সারাদেশে নেমে আসে শোকের ছায়া।
এদিকে, আগামী ২৯ অক্টোবর (সোমবার) এই কিংবদন্তী শিল্পী আইয়ুব বাচ্চুর স্মরণে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছে। পাশাপাশি দুস্থ এতিমদের মাঝে খাবার বিতরণ করা হবে বলেও জানা গেছে। আর এই আয়োজন করছে মিউজিসিয়ানস ক্লাব ঢাকা ও তার ভক্ত-বন্ধুরা।
এই প্রসঙ্গে সংগীত পরিচালক সুমন কল্যাণ শুক্রবার নিউজওয়ান২৪-কে জানান, আগামী ২৯ অক্টোবর সোমবার রাজধানীর মগবাজারের সেলিব্রেশন পয়েন্টে দুপুরের পরে কুরআন খতম ও সন্ধ্যায় দোয়া মাহফিল এবং দুস্থ এতিমদের মাঝে খাবার বিতরণ করা হবে।
আমাদের সংগঠন ও বাচ্চু ভাইয়ের প্রিয়জনরা মিলেই এই আয়োজন করছি। কোরআন খতম, দোয়ার পাশাপাশি প্রায় চারশ দুস্থ গরীব মানুষদের মধ্যে আমরা খাবার বিতরণ করবো জানালেন সংগীত পরিচালক সুমন কল্যাণ।
দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড এলআরবির দলনেতা আইয়ুব বাচ্চু ছিলেন একাধারে গায়ক, গিটারবাদক, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক। গিটারের জাদুকর হিসেবে তার সুনাম পুরো এশিয়া মহাদেশে।
উল্লেখ্য, আইয়ুব বাচ্চু ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামের এনায়েতবাজারে জন্মগ্রহণ করেন। ১৯৭৮ সালে ফিলিংস ব্যান্ডের মাধ্যমে তার প্রথম পথচলা শুরু। ১৯৮০ থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি ছিলেন সোলস ব্যান্ডের লিড গিটারিস্ট।
নিউজওয়ান২৪/এএস