NewsOne24

বিপজ্জনক টেইলরকে ফেরালেন অপু

স্পোর্টস ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৪:৩৬ পিএম, ২৬ অক্টোবর ২০১৮ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইনিংসের শুরুতেই জিম্বাবুয়ে ২ উইকেট হারালেও শন উইলিয়ামস ও ব্রেন্ডন টেইলরের ব্যাটিং দক্ষতায় প্রাথমিক ধাক্কা সামলে নেয় জিম্বাবুয়ে। দুজনে মিলে তৃতীয় উইকেটে ১৩২ রান তুলে দলকে শক্ত ভিত্তি এনে দেন। অবশেষে নাজমুল ইসলাম অপুর ঘূর্ণিতে ৭২ বলে ৮ চার ৩ ছক্কায় ৭৫ রান করা ব্রেন্ডন টেইলর মুশফিকের গ্লাভসবন্দি হন।

এদিকে, টসে জিতে প্রথমে বল করতে নেমেই উইকেটের দেখা পায় বাংলাদেশ। নিজের করা প্রথম ওভারেই সাইফুদ্দিন বোলিংয়ে এসে ওপেনার কেপাস ঝুয়াওকে আউট করে বাংলাদেশের জন্য শুভ সূচনা এনে দেন।

পরের ওভারেই বোলিং আসেন আবু হায়রার রনি। রনির করা চতুর্থ বলে জিম্বাবুয়ের অধিনায়ক মাসাকদজা বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন।

এই ম্যাচে টাইগারদের দলে নতুনদের পরীক্ষা দিতে ৩টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। তিন নম্বরে সুযোগ পাওয়া ফজলে রাব্বির  জায়গায় সুযোগ পেয়েছেন সৌম্য সরকার। আর মেহেদি হাসান মিরাজ এবং মোস্তাফিজুর রহমান বিশ্রাম দিয়ে পরীক্ষার সুযোগ পেয়েছেন আরিফুল হক এবং আবু হায়দার রনি।

সংক্ষিপ্ত স্কোর: জিম্বাবুয়ে ৩০ ওভারে ১৬৬/৩

নিউজওয়ানি২৪/এমএস