শুরুতেই চাপে জিম্বাবুয়ে
স্পোর্টস ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৩:০৭ পিএম, ২৬ অক্টোবর ২০১৮ শুক্রবার
ফাইল ছবি
দ্বিতীয় ওয়ানডে মতো শেষ ম্যাচেও জিম্বাবুয়ে সিরিজের প্রথম আঘাতটা করলেন সাইফুদ্দিন। তার দেখানো পথটা অনুরসণ করলেন দীর্ঘদিন পর দলে ডাক পাওয়া অাবু হায়দার রনিও।
ফলে ধবলধোলাইয়ের ম্যাচে শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে সফরকারীরা। এরিপোর্ট লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৫ ওভার শেষে ৭ রান।
ম্যাচের শুরুটা অাবু হায়দার রনির হাতেও হলেও দ্বিতীয় ওভারে নিজের প্রথম ওভারেই চেফাস ঝুওয়াওয়ের স্ট্যাম্প ভেঙে দিলেন সাইফউদ্দিন। সাইফউদ্দিনের এই শিকার ফেরেন শূন্য হাতেই। সাইফউদ্দিনের দেখানো পথেই হ্যামিল্টন মাসাকাদজাকে ফেরান রনি। সফরকারীদের এই অধিনায়ক ফেরেন ব্যক্তিগত ২ রানে।
এই ম্যাচে টাইগারদের দলে নতুনদের পরীক্ষা দিতে ৩টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। তিন নম্বরে সুযোগ পাওয়া ফজলে রাব্বির জায়গায় সুযোগ পেয়েছেন সৌম্য সরকার। আর মেহেদি হাসান মিরাজ এবং মোস্তাফিজুর রহমান বিশ্রাম দিয়ে পরীক্ষার সুযোগ পেয়েছেন আরিফুল হক এবং আবু হায়দার রনি।
বাংলাদেশ একাদশ
লিটন দাস, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, আরিফুল হক, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), আবু হায়দার রনি, নাজমুল ইসলাম অপু।
নিউজওয়ান২৪/এমএস