লালমনিরহাটে সংঘর্ষে নিহত ১
লালমনিরহাট প্রতিনিধি
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১১:৫৯ এএম, ২৬ অক্টোবর ২০১৮ শুক্রবার
ফাইল ছবি
লালমনিরহাটে বৃহস্পতিবার জমি নিয়ে সংঘর্ষে ফজলুর রহমান নামে এক কৃষক নিহত হয়েছেন। এ সসময় আহত হয়েছেন তার স্ত্রী আহেরুন ও ১০ বছরের শিশু সন্তান তাইজুল ইসলাম।
নিহত কৃষক ফজলুর রহমান সদর উপজেলার পঞ্চগ্রাম ইউপির খোড়াগাছ তেলিটপাড়া গ্রামের দানেস আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ফজলুর রহমানের সঙ্গে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ ছিল প্রতিবেশী ইছান উদ্দিনের ছেলে আব্দুর রহমানের। বৃহস্পতিবার বিকেলে নিজের বাড়ির পাশে সুপারি গাছের চারা রোপন করছিলেন কৃষক ফজলুর রহমান। এ সময় দলবল নিয়ে বাড়িতে জোরে গান বাজিয়ে অতর্কিত ভাবে ফজলুরের উপর দেশি অস্ত্রে হামলা চালায় আব্দুর রহমান ও তার শ্বশুরালয়ের লোকজন। এ সময় ফজলুরকে বাঁচাতে এগিয়ে এলে হামলার শিকার হন তার স্ত্রী ও ছেলে।
স্থানীয়রা তাদের তিনজনকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ফজলুর রহমানকে মৃত বলে ঘোষণা করেন। আহত মা ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশু সন্তান তাইজুলের অবস্থা আশংকাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ নিউজওয়ান২৪কে বলেন, সন্দেহজনকভাবে একজনকে আটক করে জিজ্ঞসাবাদ করা হচ্ছে। অন্যদেরও আটকে অভিযান চলছে।
নিউজওয়ান২৪/জেডএস