গোপালগঞ্জে মদ খাইয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৯:৫৬ পিএম, ২৫ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

ফাইল ছবি
গোপালগঞ্জের মুকসুদপুরে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে মদপান করিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।
সদর হাসপাতালে ভর্তি থাকা ওই ছাত্রীকে বৃহস্পতিবার দুপুরে ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।
উপজেলার কলিগ্রামের বাসিন্দা ওই স্কুলছাত্রীর অভিযোগ, স্থানীয় বঙ্গরত্ম কলেজের ছাত্র সোহাগ মল্লিকের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি এ সম্পর্কে ফাঁটল ধরে। এ নিয়ে সোহাগ তাকে দেখে নেয়ার হুমকি দেয়।
মঙ্গলবার রাত ৮টার দিকে সে বাড়ির পাশের টিউবওয়েলে পানি আনতে যায়। এসময় সোহাগ তাকে মুখ চেপে ধরে পাশের ঝোপে নিয়ে জোর করে মদপান করায়। পরে অজ্ঞান করে ধর্ষণ করে।
এ ঘটনায় বুধবার তাকে গোপালগঞ্জ সদর জেনারেল হাসপতালে ভর্তি করা হয়।
হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ও গাইনী বিশেষজ্ঞ ডা. শামীমা ইসলাম বলেন, ‘ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। চূড়ান্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’
নিউজওয়ান২৪/টিআর