সৌদিতে আকামার বাইরে কাজের সুযোগ নেই প্রবাসীদের
নিউজ ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০২:০৭ পিএম, ২৫ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার
ফাইল ছবি
সৌদি আরবে অবস্থানরত বিদেশি নাগরিকদের ভোগ্যপণ্যের ব্যবসা বন্ধ করছে দেশটির সরকার। দেশটির নাগরিক নন এমন কোনো ব্যক্তি আকামার বাইরে কাজ করতে পারবেন না।
একটা সময় আকামার বাইরে কাজ করার সুযোগ ছিলো প্রবাসীদের। দেশটিতে সরকারের ‘সৌদিকরণ’ ঘোষণার পর থেকে এখন এই সুযোগ বন্ধ হয়ে গেছে। ঘোষণার আগেও আকামার বাইরে অতিরিক্ত কাজ করা রাষ্ট্রীয়ভাবে অবৈধ হলেও এই বিষয়ে কোনো প্রকার কড়াকড়ি আরোপ করা হতো না।
তবে সম্প্রতি ১২টি পেশায় কাজ নিষিদ্ধ করায় প্রবাসী ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। এসব পেশায় তারা দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন। অন্য পেশায় কাজ করায় সৌদি সরকার তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে এবং নিজ দেশে ফেরত পাঠাচ্ছে। এদের একটি বড় অংশ তথাকথিত ‘ফ্রি ভিসা’ তে সে দেশে গেছেন।
এদিকে, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, বাংলাদেশি অভিবাসী শ্রমিকরা আকামায় (কাজের অনুমতিপত্র) উল্লেখিত পেশা ও যে কোম্পানি বা মালিকের অধীনে কাজ করার জন্য নির্দিষ্ট করা আছে সেখানে কাজ করেনি। অন্য স্থানে বা অন্য পেশায় কাজ করায় সৌদি সরকার তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে এবং তাদের দেশে ফেরত পাঠাচ্ছে।
নিউজওয়ান২৪/জেডএস