ব্যাংকিং খাত বড় হয়েছে: অর্থমন্ত্রী
নিউজ ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০১:২৫ পিএম, ২৫ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার
ফাইল ছবি
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ব্যাংকিং খাত ও ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন খুব বেশি বড় হয়ে গেছে।
সংসদ নির্বাচনে না গেলেও চলে যাওয়ার আগে ব্যাংকিং খাতসহ আর্থিক প্রতিষ্ঠানের বিষয়ে প্রস্তাবনা প্রতিবেদন রেখে যাবেন বলে জানান তিনি।
বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে তিনি একথা বলেন।
মুহিত বলেন, এ মাসেই বোধ হয় নির্বাচনকালীন সরকার হবে। নির্বাচনকালীন সরকারে থাকবেন কিনা- প্রশ্নে বলেন, হ্যাঁ।
জাতীয় সংসদের শেষ অধিবেশনে মঙ্গলবার (২৩ অক্টোবর) মুহিত জানিয়েছেন, তিনি আর নির্বোচন করবেন না। তবে যাওয়ার আগে আর্থিক খাত নিয়ে প্রস্তাবনা-প্রতিবেদন দিয়ে যাবেন তিনি।
আর্থিক খাত নিয়ে প্রস্তাবনা নিয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, হাউ ইট শুড বি রিফর্ম?
এটা কোনটা- প্রশ্নে মন্ত্রী বলেন, প্রাইমারিলি ব্যাংকিং, বাট নট অনলি ব্যাংকিং। অল ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন।
ব্যাংকিং খাত কেমন আছে- ব্যাংকিং খাত খুব বেশি বড় হয়ে গেছে। ঠু মেনি ব্যাংকস। ঠু মেনি ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনস।
ব্যাংকিং খাত নিয়ে কী পরামর্শ থাকবে- প্রশ্নে মুহিত বলেন, আই ডন্ট নো, উই উইল সি।
নিউজওয়ান২৪/জেডএস