ক্যান্সারে আক্রান্ত রেহানা জলি, চাইলেন প্রধানমন্ত্রীর সহায়তা
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১২:৪৯ পিএম, ২৫ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার
ফাইল ছবি
রেহানা জলি। প্রায় চারশোরও অধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। মূলত তাকে ঢাকাই ছবির মমতাময়ী মা হিসেবে আখ্যায়িত করা হয়।
চলচ্চিত্রে বরাবরই তার চেহেরায় ফুটে উঠেছে একজন মায়েরই প্রতিচ্ছবি। এর আগে অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এই অভিনেত্রীই এখন ক্যান্সারে আক্রান্ত। অভিনয় করছেন না বহু দিন ধরে। রয়েছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে।
শুধু মায়ের ভূমিকাতেই নয়, একসময় তিনি নায়ক রাজ রাজ্জাক, আলমগীরের মতো নায়কদের নায়িকা হয়েও পর্দায় হাজির হয়েছেন। তাছাড়া অনেক নায়কের ‘মা’ হয়ে অভিনয় করতে দেখা গেছে তাকে। ফলে মায়ের এক প্রতিচ্ছবি হয়ে ঢাকাই ছবির দর্শকদের কাছে বেশ পরিচিত রেহানা জলি।
এদিকে, অসুস্থতার খবর জানাতে গিয়ে জলি বলেন, এখন তো ক্যান্সারে আক্রান্ত হয়ে ঘরেই বসবাস করছি। যা এখন সারা শরীরেই বাসা বাঁধছে। গত দেড় বছর ধরে কিছুই করতে পারছি না। এখন তো সোজা হয়ে দাঁড়াতেও পারছি না।
মূলত এখন বোনদের সহায়তায় চিকিৎসা করছি। কিন্তু ক্যান্সার তো দীর্ঘ মেয়াদী চিকিৎসা। এভাবে আর কত দিন চলতে পারবো জানিনা। সবাই আমার জন্য দোয়া করবেন।
এদিকে, চিকিৎসার ব্যয়ভার বহনে অপারগ হয়ে প্রধানমন্ত্রীর সাহায্য চাইছেন রেহানা জলি। তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী তো অনেক সহযোগিতাপরায়ণ। শিল্পীদের পাশে তিনি সবসময় ছিলেন। আশা করি, আমার অসুখের খবরটি তার কানে গেলে, তিনিও আমার চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।
রেহানা জলিকে দেখতে গেলেন শিল্পী ঐক্যজোটের সেক্রেটারি জিএম সৈকত
রেহানা জলির অসুখের খবর শুনে ছুটে গিয়েছিলেন শিল্পী ঐক্যজোটের পক্ষ থেকে সংগঠনটির সভাপতি ডি এ তায়েবের নির্দেশে ছুটে গিয়েছিলেন সংগঠনটির সেক্রেটারি জিএম সৈকতসহ কয়েকজন। তারা রেহানা জলির পাশে দাড়ানের আশ্বাস দিয়েছেন বলে জানান।
ডি এ তায়েব বলেন, রেহানা জলি আমাদের গর্ব করার মতো অভিনেত্রী। এখন বিরল অসুখে আক্রান্ত। আর আমাদের শিল্পী ঐক্যজোট সবসময় শিল্পীদের পাশে দাড়িয়েছেন। সেই ধারাবাহিকতায় তার পাশেও দাঁড়াবেন তারা। আমরা শিগগিরই চিকিৎসার প্রয়োজনীয় কাজগপত্র নিয়ে প্রধানমন্ত্রীর বরাবর আবেদন করবো। আশা করি, তিনি আবার সুস্থ হয়ে অভিনয়ে ফিরে আসবেন।
এদিকে, ১৯৮৫ সাল থেকে এখন পর্যন্ত প্রায় চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন রেহানা জলি। আজ থেকে বাইশ বছর আগে কামাল আহমেদ পরিচালিত ‘মা ও ছেলে’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে নায়িকা হিসেবে রেহানা জলির যাত্রা শুরু হয় তার।
অভিনয়ে জলি এতোটাই পারদর্শী ছিলেন যে প্রথম চলচ্চিত্র অভিনয় করেই ১৯৮৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনি ভূষিত হন। প্রথম চলচ্চিত্রেই রাষ্ট্রীয় স্বীকৃতি রেহানা জলিকে অভিনয়ে আরো দায়িত্ববান করে তোলে।
‘মা ও ছেলে’র পর রেহানা জলি ‘নিষ্পাপ’, ‘বিরাজ বৌ’, ‘প্রেম প্রতিজ্ঞা’, ‘প্রায়শ্চিত্ত’সহ আরো বেশ কিছু চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয় করেন। এজে মিন্টু পরিচালিত ‘প্রথম প্রেম’ চলচ্চিত্রে রেহানা জলি প্রথম নায়কের মায়ের ভূমিকায় অভিনয় করেন। সেই থেকে চারশো চলচ্চিত্রে অভিনয় করে চলচ্চিত্রের একজন অবধারিত মা’তে পরিণত হয়েছেন তিনি।
নিউজওয়ান২৪/জেডএস