জাপার মাহমুদুলের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা
নিউজ ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১০:৩৩ এএম, ২৫ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার
ফাইল ছবি
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করা হয়েছে। বাঁশখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক এ মামলাটি করেছেন।
বুধবার চট্টগ্রামের বাঁশখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলামের আদালতে স্বপন কুমার দাশ এ মামলাটি করেছেন।
অতিরিক্ত জেলা পিপি বিকাশ রঞ্জন ধর জানান, আদালত মামলাটি গ্রহণ করে বাঁশখালী থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, সম্প্রতি বাঁশখালীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন মাহমুদুল ইসলাম চৌধুরী। বৈলছড়ি শীলপাড়া পূজামণ্ডপে বক্তব্য দেয়ার সময় ধর্মীয় অনুভূতিতে আঘাত দেন তিনি।
আরো অভিযোগ করা হয়, মাহমুদুল নিজের ক্ষমতা প্রদর্শন করতে গিয়ে ইচ্ছাকৃতভাবে সনাতন সম্প্রদায়ের মানুষের অনুভূতিতে আঘাত দিয়েছেন। ১৯৯০ সালে মাহমুদুল ইসলাম চৌধুরীর ইন্ধনে বাঁশখালীতে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন মঠ-মন্দির পুড়িয়ে দেয়া হয় বলে অভিযোগ করা হয়।
প্রসঙ্গত, মাহমুদুল ইসলাম চৌধুরী সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসন আমলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন।
নিউজওয়ান২৪/জেডএস