NewsOne24

অবশেষে মুক্তি পাচ্ছে সাইমন-অধরার ‘মাতাল’

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৪:০২ এএম, ২৫ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ২৬ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে ‘মাতাল’। ছবিটি পরিচালনা করেছেন শাহীন সুমন।

সিনেমার নায়িকা অধরা খান বলেন, অবশেষে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। এটা আমার জন্য ভীষণ আনন্দের খবর।

গত ১২ অক্টোবর সিনেমাটি মুক্তির কথা থাকলেও আইনি জটিলতায় তা পিছিয়ে যায়। এদিকে গত সপ্তাহেই মুক্তি পেয়েছে অধরার প্রথম সিনেমা ‘নায়ক’। এতো তার বিপরীতে অভিনয় করেছেন নায়ক বাপ্পী। মুক্তির পর সিনেমাটি বেশ সাড়া ফেলেছে। এমনটাই জানালেন, অধরা।

নতুন সিনেমাকে পুরোনো সিনেমা হিসেবে মুক্তির অভিযোগে ‘নায়ক’ ও ‘মাতাল’ সিনেমা দুটির মুক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করেন হাইকোর্ট।

এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একই সঙ্গে ‘নায়ক’  ও ‘মাতাল’ নামে নতুন সিনেমাকে পুরোনো সিনেমা হিসেবে মুক্তি দেয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

এই রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সিনেমা দুটির ওপর এই নিষেধাজ্ঞা  বলবৎ থাকবে বলে আদেশে বলা হয়। ১২ অক্টোবর সিনেমা দুটি মুক্তির কথা ছিল।

মামলার বিবরণে জানা যায়, ১২ অক্টোবর ‘মেঘ কন্যা’ ও ‘আসমানী’ নামে দুটি নতুন চলচ্চিত্র মুক্তির কথা ছিল। চলচ্চিত্র দুটির পরিচালকও নতুন। প্রায় তিন মাস আগে এ দিনটিতে চলচ্চিত্র দুটি মুক্তির জন্য প্রযোজক সমিতিতে নিবন্ধন করা হয়। 

হঠাৎ করেই ‘নায়ক’ ও ‘মাতাল’ এই দুটি নতুন চলচ্চিত্র কথিত পুরোনো চলচ্চিত্র হিসেবে একই দিনে মুক্তির ঘোষণা করা হয়। এতে মুক্তির জন্য প্রস্তুতি নেওয়া মেঘ কন্যা ও আসমানী চলচ্চিত্র দুটির প্রযোজকেরা তাদের চলচ্চিত্র মুক্তি নিয়ে শঙ্কায় পড়েন।

‘নায়ক’ ও ‘মাতাল’ নামে দুটি নতুন চলচ্চিত্র কথিত পুরোনো চলচ্চিত্র হিসেবে মুক্তি দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন মেঘ কন্যা চলচ্চিত্রের প্রযোজক জাহাঙ্গীর কবির। ওই রিটের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন।

অবশেষে সব আইনি জটিলতা কাটিয়ে সিনেমাগুলো আলোর মুখ দেখেছে।

নিউজওয়ান২৪/এএস