NewsOne24

তারা স্কুল-কলেজের নাকি মাদরাসার তা বিবেচ্য নয়!

তামীম রায়হান

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ০১:০৯ পিএম, ৬ জুলাই ২০১৬ বুধবার | আপডেট: ১১:১০ এএম, ২৫ জুলাই ২০১৬ সোমবার

পৃথিবীতে বাংলাদেশই একমাত্র দেশ, যেখানে কোনও আক্রমণের ঘটনা ঘটার পরও রাজনৈতিক দলগুলো সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ অবস্থানের পরিবর্তে দায় চাপানোর নোংরা খেলায় মেতে ওঠে। জঙ্গিদের কাছে বিএনপি-আওয়ামী লীগ বলে কোনও তফাত নেই- এ সত্য আমাদের রাজনৈতিক নেতারা জেনেও ভুলে থাকেন।

গুলশানের এই আক্রমণ একদিকে যেমন জনগণের নিরাপত্তা রক্ষায় সরকারের অক্ষমতা, ঠিক তেমনিভাবে ইসলামের মান ও মর্যাদা সুরক্ষায় আলেম-ওলামাদের ব্যর্থতাও। যে দেশের অলি-গলিতে এত অসংখ্য মসজিদ-মাদরাসা, সেই দেশে ইসলামের নামে তরুণরা গুলি-বোমায় নিরপরাধ মানুষদের জিম্মি-হত্যা করবে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

আক্রমণকারীরা স্কুল-কলেজের নাকি মাদরাসার, নিম্নবিত্ত নাকি উচ্চবিত্ত পরিবারের, সেসব মোটেও বিবেচ্য নয়। বরং আমাদেরই চারপাশে আমাদের অগোচরে তরুণদের মধ্যে যে উন্মাদনা ছড়িয়ে পড়ছে, তা বড় ভয়ঙ্কর। আমরা এই ভয় ও শঙ্কা থেকে মুক্তি পেতে চাই।

সিরিয়ার দামেশক ও ফিলিস্তিনের গাজার পথ ভুলে যারা অস্ত্র ও গোলাবারুদ তুলে দিচ্ছে ঢাকা, ইস্তাম্বুল ও মদীনার তরুণদের হাতে- তাদের বলি, এটা জিহাদ নয়। এই ভ্রাতৃহত্যা ও আক্রোশের পথে ইসলাম কেবলই সংকুচিত হবে। এভাবে ধর্মের প্রতি মানুষের মনে মনে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার দায় কে নেবে?

লেখক: কাতার প্রবাসী তরুণ সাংবাদিক ও লেখক

নিউজওয়ান২৪.কম/এসএল