টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০২:১১ পিএম, ২৪ অক্টোবর ২০১৮ বুধবার
ছবি: সংগৃহীত
৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। ফলে হ্যামিল্টন মাসাকাদজাকে ব্যাট হাতে ব্যাটিংয়ে পাঠিয়েছেন টাইগার অধিনায়ক।
বুধবার দুপুর আড়াইটায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় ম্যাচের আগে থেকে ম্যাচে শিশিরের প্রভাব ছিল আলোচিত বিষয়। কেননা, শিশিরের প্রভাবে স্পিনাররা তাদের কার্যকারিতা হারাবে। অন্যদিকে ব্যাটসম্যানদের জন্য ক্রমশই সহজ হয়ে উঠবে রান তোলা। সেদিক বিবেচনা করেই টস জয়ী অধিনায়ক ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
উইনিং কম্বিনেশন বজায় রাখতে কোনো পরিবর্তন ছাড়াই মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে অভিষেক হওয়া ফজলে মাহমুদ রাব্বি আরো এক ম্যাচ সুযোগ পাবেন তা আগের দিনই নিশ্চিত করেছিলেন অধিনায়ক মাশরাফি। অন্যদিকে জিম্বাবুয়ে দলে এসেছে এক পরিবর্তন। দলে ফিরেছেন এলটন চিগুম্বুরা।
একাদশ:
বাংলাদেশ: লিটন দাস, ইমরুল কায়েস, ফজলে রাব্বী, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মর্তুজা, নাজমুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে: হ্যামিল্টন মাসাকাদজা, কেপাস জুয়াও, ব্রেন্ডন টেইলর, এলটন চিগুম্বুরা, সিকান্দার রাজা, শেন উইলিয়ামস, পিটার মুর, ডোনাল্ড তিরিপানো, ব্রেন্ডন মাভুতা, কাইল জার্ভিস, তেন্দাই চাটারা।
নিউজওয়ান২৪/এমএস