চেম্বার আদালতে খালেদা জিয়ার আবেদন, শুনানি বিকেলে
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০১:২৭ পিএম, ২৪ অক্টোবর ২০১৮ বুধবার
ফাইল ছবি
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় অর্থের উৎসের বিষয়টি স্পষ্ট করার জন্য অতিরিক্ত সাক্ষ্যগ্রহণ চেয়ে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদনের আদেশ না দেয়ায় চেম্বার আদালতে আবেদন করেছেন আইনজীবীরা।
বুধবার সকালে চেম্বার আদালতে এই আবেদন করা হয়। আবেদনটি বিকেলে শুনানি হতে পারে বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী ব্যরিস্টার নওশাদ জমির।
এদিকে মামলায় সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিলের বিষয়ে আদেশ বিকালে দেবেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে আদেশ দেবেন। বিকেল সাড়ে ৩টায় এ বিষয়ে আদেশের জন্য রাখা হয়েছে।
এর অাগে মঙ্গলবার এই বেঞ্চ আদালতের দণ্ডের বিরুদ্ধে আসামিপক্ষের করা আপিল এবং খালেদা জিয়ার সাজা বৃদ্ধি চেয়ে করা আবেদনের দুদক এবং রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষ হয়। দুদকের পক্ষে আইনজীবী খুরশিদ আলম খান ও রাষ্টপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন।
এদিন মামলার অর্থের উৎসের বিষয়ে আপিল বিভাগের সিদ্ধান্ত না আসা পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করার আবেদন প্রত্যাখ্যান করায় খালেদা জিয়ার আইনজীবীরা আদালত বর্জন করেন।
খালেদা জিয়ার আইনজীবীরা আদালত থেকে বের আসার পর প্রথমে দুর্নীতি দমন কমিশনের পক্ষে আইনজীবী খুরশিদ আলম খান শুনানি করেন। দুদক ও রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হলে পরবর্তী আদেশের জন্য আজকের দিন বুধবার ধার্য করেন আদালত।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার এক রায়ে গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে ৫ বছর কারাদণ্ড দেন রাজধানীর পুরান ঢাকার বকশীবাজারে অস্থায়ী ঢাকার ৫ নং বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামানের আদালত। রায় ঘোষণার পরপরই খালেদা জিয়াকে নাজিম উদ্দিন রোডের পুরনো কারাগারে নিয়ে যাওয়া হয়। নানা রোগে আক্তান্ত হওয়ায় বর্তমানে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিউজওয়ান২৪/এমএস