NewsOne24

ইসলামী জ্ঞান (পর্ব-৩)

নিউজ ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৯:২৩ এএম, ২৪ অক্টোবর ২০১৮ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

 

ইললামী জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর-

প্রশ্ন: পবিত্র কোরআনে কতবার ‘দুনিয়া’ শব্দটি এসেছে?

উত্তর: ১১৫ বার।

প্রশ্ন: পবিত্র কোরআনে কতবার ‘আখেরাত’ শব্দটি এসেছে?

উত্তর: ১১৫ বার।

প্রশ্ন: পবিত্র কোরআনে কতটি অক্ষর রয়েছে?

উত্তর: ৩২৩৬৭১টি।

প্রশ্ন: পবিত্র কোরআনে কতটি শব্দ আছে?

উত্তর: ৭৭৪৩৯টি।

প্রশ্ন: পবিত্র কোরআনে কতটি আয়াত আছে?

উত্তর: পবিত্র কোরআনে বিভিন্ন দৈর্ঘ্যের মোট ১১৪টি সূরা রয়েছে। সকল সূরা মিলিয়ে মোট আয়াতের (আয়াত আরবি শব্দ, এর অর্থ নিদর্শন) সংখ্যা প্রায় ৬২৩৬ (মতান্তরে ৬৩৪৮টি অথবা ৬৬৬৬টি)।

প্রশ্ন: কোন সূরার শেষ দু’টি আয়াত কোনো মানুষ রাত্রে পাঠ করলে তার জন্য যথেষ্ট হবে?

উত্তর: সূরা বাকারার শেষের আয়াত দু’টি। (২৮৫ ও ২৮৬ নং আয়াত)

আয়াত: ২৮৫-

آمَنَ الرَّسُولُ بِمَا أُنزِلَ إِلَيْهِ مِن رَّبِّهِ وَالْمُؤْمِنُونَ كُلٌّ آمَنَ بِاللّهِ وَمَلآئِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لاَ نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّن رُّسُلِهِ وَقَالُواْ سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ

রাসূল বিশ্বাস রাখেন ওই সমস্ত বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে এবং মুসলমানরাও সবাই বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমুহের প্রতি এবং তাঁর পয়গম্বরগণের প্রতি। তারা বলে আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করিনা। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি। আমরা তোমার ক্ষমা চাই, হে আমাদের পালনকর্তা। তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। (সূরা: বাকারা, আয়াত: ২৮৫)

আয়াত: ২৮৬-

لاَ يُكَلِّفُ اللّهُ نَفْسًا إِلاَّ وُسْعَهَا لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَآ أَنتَ مَوْلاَنَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোনো কাজের ভার দেন না, সে তাই পায় যা সে উপার্জন করে এবং তাই তার ওপর বর্তায় যা সে করে। হে আমাদের পালনকর্তা, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি, তবে আমাদেরকে অপরাধী করো না। হে আমাদের পালনকর্তা! এবং আমাদের ওপর এমন দায়িত্ব অর্পণ করো না, যেমন আমাদের পূর্ববর্তীদের ওপর অর্পণ করেছ, হে আমাদের প্রভূ! এবং আমাদের দ্বারা ওই বোঝা বহন করিও না, যা বহন করার শক্তি আমাদের নাই। আমাদের পাপ মোচন কর। আমাদেরকে ক্ষমা কর এবং আমাদের প্রতি দয়া কর। তুমিই আমাদের প্রভু। সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের কে সাহায্যে কর। (সূরা: বাকারা, আয়াত: ২৮৬)

(চলবে...)

আরো পড়ুন>>> ইসলামী জ্ঞান (পর্ব-২)

নিউজওয়ান২৪/আরএডব্লিউ