মেহেরপুরে হত্যা মামলায় ৩ জনের ফাঁসি
মেহেরপুর প্রতিনিধি
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৭:৪৫ পিএম, ২৩ অক্টোবর ২০১৮ মঙ্গলবার
ফাইল ছবি
মেহেরপুরে এনায়েত হোসেন খোকন নামে এক অটোরিকশা চালককে হত্যার দায়ে ৩ জনকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন দিয়েছে আদালত। একইসঙ্গে দুজনকে ৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার দুই বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- আলমগীর হোসেন, মামুন হোসেন ও ওয়াসিম আলী। ফিরোজ হোসেন ও কাবলু ইসলামকে ৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
এদিন রায় ঘোষণার সময় আসামিরা সবাই আদালতে উপস্থিত ছিলেন।
মেহেরপুর জজ আদালতের পিপি পল্লব ভট্টাচার্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৭ অক্টোবর সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হন এনায়েত হোসেন খোকন। পরদিন টেংরামারী মাঠ থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় খোকনের স্ত্রী রোকেয়া আক্তার রুমা বাদীয হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
খোকন জেলা শহরের হোটেল বাজার পাড়ার জলিল খাঁর ছেলে।
নিউজওয়ান২৪/এমএস