NewsOne24

ফজলে রাব্বিকে আরেকটি সুযোগ দেয়া উচিত: মাশরাফি

স্পোর্টস ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৬:১১ পিএম, ২৩ অক্টোবর ২০১৮ মঙ্গলবার

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত


বহু অপেক্ষার পর আন্তর্জাতিক ক্রিকেটে পাওয়া প্রথম সুযোগ নষ্ট করেছেন ফজলে রাব্বি। আউট হন শূন্য রানে। পরে বল হাতেও সুবিধে করতে পারেননি। তবে অভিষেক বিবর্ণ হলেও এখনই ফজলে রাব্বির ভবিষ্যত অন্ধকার দেখছেন না মাশরাফি বিন মুর্তজা। অন্তত আরেকটি সুযোগ দেয়া উচিত বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক।

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতা ও ‘এ’ দলের হয়ে সাম্প্রতিক সাফল্য, পাশাপাশি সাকিব আল হাসানের না থাকা, সব মিলিয়ে এবারের জিম্বাবুয়ে সিরিজের দলে ডাক পান ফজলে রাব্বি। প্রথম ওয়ানডেতে অভিষেকও হয়ে যায় ৩০ বছর ২৯৫ দিন বয়সে। ১৯৮৬ সালে বাংলাদেশের প্রথম ওয়ানডের পর এত বেশি বয়সে ওয়ানডে অভিষেক হয়নি বাংলাদেশের আর কারও।

প্রথম সুযোগে তিনে ব্যাট করে চার বলে শূন্য করে ফিরেছেন ফজলে রাব্বি দারুণ এক ডেলিভারিতে। বোলিংয়ে ৩ ওভারে ১৬ রান দিয়ে উইকেটশূন্য। ফিল্ডিংয়ে অবশ্য ছিলেন বেশ প্রাণবন্ত ও চনমনে।

প্রতিভাবান ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তকে বাইরে রেখে ফজলে রাব্বিকে শুরুতেই সুযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার অবকাশ থাকছে বটে। সেটি অস্বীকারও করছেন না মাশরাফি। তবে কাউকে সুযোগ দেয়ার পর মাত্র এক ম্যাচ দেখেই বাদ দেয়ার পক্ষপাতী তিনি নন।

নিউজওয়ান২৪/এমএম