NewsOne24

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, খুলনার সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০১:১৮ পিএম, ২৩ অক্টোবর ২০১৮ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যশোরের নওয়াপাড়ায় রেল ক্রসিংয়ে আজ (মঙ্গলবার) সকালে পাথরবাহী একটি ট্রাকের ধাক্কায় রেলের ইঞ্জিন বিকল হয়ে পড়লে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে যশোরের নওয়াপাড়ার শষাণ ইয়ার্ডের একটি রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এরইমধ্যে রেল কর্তৃপক্ষ উদ্ধারকাজ শুরু করেছে বলে জানা গেছে। কাজ সম্পন্ন হয়ে রেল চলাচল স্বাভাবিক হতে আরো কয়েক ঘণ্টা লাগতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

খুলনা রেলওয়ে স্টেশনের সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় খুলনা থেকে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়। চালক ছিলেন সৈয়দ মো. সিদ্দিক। ট্রেনটি নওয়াপাড়া স্টেশন ছেড়ে নওয়াপাড়া ইয়ার্ড এলাকায় পৌঁছালে অবৈধ ক্রসিংকালে একটি পাথরবাহী ট্রাক রেলের ইঞ্জিনে আঘাত করে ইঞ্জিনের ভিতর ঢুকে যায়। এতে রেল চলাচল বন্ধ হয়ে যায়।

খুলনা রেলওয়ে স্টেশনের রেল এক্সামিনার মো. বাইতুল ইসলাম জানান, রেল চলাচল করতে না পারায় রূপসা এবং চিত্রা খুলনার দৌলতপুরে অবস্থান করছে। এ ছাড়া দেশের অন্যান্য স্থান থেকেও খুলনায় ট্রেন আসতে পারছে না।

নিউজওয়ান২৪/এএস