জিম্মি উদ্ধারে কমান্ডো অভিযান শুরু, ব্যাপক গোলাগুলি
স্টাফ রিপোর্টার
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ০৮:০৬ এএম, ২ জুলাই ২০১৬ শনিবার | আপডেট: ১২:২৫ এএম, ১০ জুলাই ২০১৬ রোববার
ঢাকা: রাজধানীর গুলশানে স্প্যনিশ রেস্টুরেন্টে জঙ্গিদের হাতে আটক দেশি-বিদেশি জিম্মিদের উদ্ধারে কমান্ডো অভিযান শুরু হয়েছে। আছেন নৌ ও বিমান বাহিনীর কমান্ডোরাও। তাদের সহযোগিতায় রয়েছে বিজিবি, পুলিশসহ অণ্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
শনিবার সকাল সাতটা ৪০ মিনিটে সেনাবাহিনীর প্যারা কমান্ডোরা অভিযান শুরু করে। এরপর থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত মুহূর্মুহু গুলি স্বয়ংক্রিয় অস্ত্রের ও গ্রেনেড বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছিল রেস্টুরেন্টটি থেকে। জিম্মিকরণ ঘটনা শুরুর প্রায় ১০ ঘণ্টা পর এ অভিযান শুরু হল।
গতকাল (শুক্রবার) রাতে গুলশান-২ এর হলি আর্টিজান বেকারি নামক স্প্যানিশ রেস্টুরেন্টে সন্ত্রাসীদের হামলা ও প্রায় ২০ জন বিদেশিকে জিম্মি করে অজ্ঞাত পরিচয় জঙ্গিরা। তাদের সঙ্গে কয়েকজন বাংলাদেশিও আটকা পড়েন।
এ ঘটনায় জঙ্গি-পুলিশ গোলাগুলিতে বনানী থানার ওসি সালাউদিন ও ডিবির এসি রবিউল ইসলাম নিহত হন। আহত হন জাপানি নাগরিকদের গাড়িরিএক চালকসহ র্যাব-পুলিশের ২০ জন। নিহত দুই পুলিশ কর্মকর্তার শরীরেই শক্তিশালী বোমার স্লিন্টার আঘাত হেনেছিল বলে জানায় সূত্র। রাত সাড়ে দশটার দিকে সন্ত্রাসীরা ওই বোমাটি (কারও কারও মতে গ্রেনেড) ছুড়ে মারে রেস্টুরেন্টের বাইরে। সেসময় কমপক্ষে পাঁচজন পুলিশ সদস্য আহত হন।
তার আগে গভীর রাতে সোয়াট কমান্ডোদের অভিযানে এক আর্জেন্টাইন নাগরিকসহ দুজনকে অক্ষত উদ্ধার করা হয়।
নিউজওয়ান২৪.কম/এসআর