NewsOne24

পারফিউমের গন্ধ টিকিয়ে রাখার উপায় 

নিউজ ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৯:১৩ পিএম, ২২ অক্টোবর ২০১৮ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

 

যত দামী পারফিউমই কিনুন না কেন, কিছুতেই গন্ধ টিকিয়ে রাখতে পারছেন না? জেনে নিন কয়েকটি ঘরোয়া উপায়।

শুকনো কোনও জায়গায় পারফিউম রাখুন: 

বাথরুমের স্যাঁতসেঁতে কোণে পারফিউমের বোতল গুঁজে রেখে দেবেন না, তাতে তার গন্ধ তীব্রতা হারাবে। অতিরিক্ত তাপমাত্রা, আলো, আর্দ্রতার মতো নানা কারণে সুগন্ধি ক্রমশ দুর্বল হয়ে পড়ে। আপনি যে ড্রেসিং

টেবিলে বসে সাজগোজ করেন, সেটি জানলার পাশে হলেও সেখানে পারফিউমের বোতল না রাখাই ভালো। শুকনো আর অন্ধকার জায়গা হচ্ছে সুগন্ধি রাখার সবচেয়ে ভালো স্পট।

পালস পয়েন্টে পারফিউম লাগান, তা দীর্ঘস্থায়ী হয়: 

কবজির ভিতর দিক, ঘাড়ের পাশ, নাভির নিচ, হাঁটুর পিছন, গোড়ালির ভিতর আর বাইরের দিক। এই স্পটগুলো যেহেতু উষ্ণ, তাই এখানে পারফিউম লাগালে তার গন্ধ অনেকক্ষণ থাকে। অনেকে পারফিউম লাগিয়ে জায়গাটা ঘষে নেন, তাতে কিন্তু টপ নোট খুব দ্রুত উবে যায়। হাঁটু আর গোড়ালিতে লাগালে দিনভর গন্ধটা আপনার শরীর জড়িয়ে ওপরের দিকে উঠতে থাকে। আর ভালো হয় এই অংশগুলোকে পেট্রোলিয়াম জেলি লাগানোর পর পারফিউম স্প্রে করতে পারলে, তাতে সুগন্ধি আরও বেশিক্ষণ স্থায়ী হবে।

পোশাকের ওপর সুগন্ধি স্প্রে করবেন না: 

গোসল সেরে ময়েশ্চরাইজার লাগানোর পরই পারফিউম স্প্রে করে নিন, তার পর পোশাক পরুন। ত্বকের আর্দ্রতা সুগন্ধিকে বেশিক্ষণ আটকে রাখতে সমর্থ হবে। দামি পোশাক বা গয়নায় সুগন্ধির দাগও হবে না এই নিয়ম মেনে চললে।

চুলে সরাসরি পারফিউম স্প্রে করবেন না: 

চুলের দুর্গন্ধ এড়ানোর জন্য অনেকেই চুলের দৈর্ঘ্য বরাবর সুগন্ধি লাগান। এই অভ্যেসের ফলে কিন্তু আপনার চুল ক্রমশ শুকনো হয়ে উঠতে পারে। তার চেয়ে ব্রাশে পারফিউম লাগিয়ে তা দিয়ে চুল আঁচড়ে নিন, অনেক ভালো কাজ হবে।

নিউজওয়ান২৪/আরএডব্লিউ