সেই জাবালে নূরের ৬ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ
নিউজ ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০২:১০ পিএম, ২২ অক্টোবর ২০১৮ সোমবার
ফাইল ছবি
রাজধানী কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় করা মামলায় ৬ জনের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) গ্রহণ করেছেন আদালত।
সোমবার (২২ অক্টোবর) ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস এ চার্জশিট গ্রহণ করেন। এরপর আগামী ২৫ অক্টোবর শুনানির দিন ধার্য করেন।
মামলার আসামিরা হলেন, জাবালে নূরের মালিক শাহাদাত হোসেন আকন্দ, চালক মাসুম বিল্লাহ, হেলপার এনায়েত হোসেন, অপর বাসমালিক জাহাঙ্গীর আলম, চালক জোবায়ের সুমন ও হেলপার আসাদ কাজী। এদের মধ্যে মো. জাহাঙ্গীর আলম ও মো. আসাদ কাজী পলাতক। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস কুমার পাল এ তথ্য জানান।
গত ৬ সেপ্টেম্বর গোয়েন্দা পুলিশের পরিদর্শক কাজী শরীফুল ইসলাম এ মামলায় ছয়জনের বিরুদ্ধে ঢাকা মুখ্য মহানগর আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ২৭৯, ৩২৩, ৩২৫, ৩০৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়। চার্জশিটে ৪১ জনকে সাক্ষী এবং ছয় ধরনের আলামত জব্দ দেখানো হয়, যার মধ্যে রয়েছে তিনটি বাস এবং তিনটি ড্রাইভিং লাইসেন্স।
গত ২৯ জুলাই দুপুরে কালশী ফ্লাইওভার থেকে নামার মুখে এমইএস বাসস্ট্যান্ডে ১৫/২০ জন শিক্ষার্থী দাঁড়িয়ে ছিলেন। জাবালে নূর পরিবহনের একটি বাস ফ্লাইওভার থেকে নামার সময় সেখানে দাঁড়িয়ে যায়। এ সময় পেছন থেকে জাবালে নূরের বাস ওভারটেক করে সামনে আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের চাপা দেয়। সেখানে দুইজন নিহত হয়। আরও বেশ কয়েকজন আহত হন। ওই ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় নিহতে মীমের বাবা জাহাঙ্গীর আলম এ মামলা দায়ের করেন।
নিউজওয়ান২৪/জেডএস